Home আপডেট Bonus of Civic Volunteers: বোনাসে বৈষম্য কেন? সিভিক ভলান্টিয়ারদের জন্য মন কাঁদছে বিজেপির, কী লিখলেন শুভেন্দু?

Bonus of Civic Volunteers: বোনাসে বৈষম্য কেন? সিভিক ভলান্টিয়ারদের জন্য মন কাঁদছে বিজেপির, কী লিখলেন শুভেন্দু?

Bonus of Civic Volunteers: বোনাসে বৈষম্য কেন? সিভিক ভলান্টিয়ারদের জন্য মন কাঁদছে বিজেপির, কী লিখলেন শুভেন্দু?

[ad_1]

ভোটের পাহারায় যাতে সিভিক ভলান্টিয়ারদের রাখা না হয় সেব্যাপারে বার বারই জানিয়েছে গেরুয়া শিবির। তবে এবার ভোটপর্বের মধ্য়ে কার্যত কৌশলী পদক্ষেপ নিল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সিভিক ভলান্টিয়ারদের বোনাস সম্পর্কিত বিষয় নিয়ে লিখেছেন।

শুভেন্দু অধিকারী লিখেছেন, আমি দাবি করছি একটি কাজ, একটা বোনাস। সিভিক ভলান্টিয়ারদের জন্য বোনাসের পরিমাণ..

দুর্গা পুজোর সময় বোনাস- কলকাতা পুলিশের ক্ষেত্রে ৫৩০০ টাকা বোনাস আর পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের বোনাস হয়ে যায় ২০০০ টাকা। আবার ইদ উল ফিতরের সময় কিছু পুলিশ জেলাতে বোনাস হয় ৫৩০০ টাকা আবার কিছু পুলিশ জেলাতে তাদের বোনাস হয় ৬০০০ টাকা।

 

কেন এই বৈষম্য? লিখেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন সমস্ত সিভিক ভলান্টিয়ারদেরই কাজের ধারা একেবারে সমান। তাদের দায়িত্বও সমান। সেক্ষেত্রে তাদের যে বোনাসের টাকা দেওয়া হয় সেটা এক নয় কেন?

শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিবের কাছে অনুরোধ করছি এই বৈষম্য বন্ধ করুন। উৎসবের সময় আমাদের সিভিক ভলান্টিয়ার ভাই বোনেদের জন্য সমান বোনাসের ব্যবস্থা করুন।

এদিকে সিভিক ভলান্টিয়ারদের মধ্য়েও এনিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এই বোনাস সম্পর্কিত বৈষম্য নিয়ে তাদের মধ্য়েও ক্ষোভ, অসন্তোষ রয়েছে। আর সেই বিষয়টিই ভোটপর্বে তুলে ধরেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা। কিন্তু এবার প্রশ্ন আচমকা ভোটপর্বে সিভিকদের বোনাস নিয়ে প্রাণ কাঁদছে কেন বিজেপির?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটপর্বে প্রতিবারই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা থাকে। এমনকী একেবারে গ্রামস্তরে ভোটকে প্রভাবিত করার ক্ষেত্রে সিভিকদের একটা বড় ভূমিকা থাকে। সেক্ষেত্রে সেই সিভিকদের একাংশের মন জয় করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। তবে কি সেই নিরিখেই ভোটপর্বে এই টুইট করলেন শুভেন্দু?

তবে এবারই প্রথম নয়। এর আগেও সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস নিয়ে টুইট করেছিলেন শুভেন্দু। তিনি লিখেছিলেন, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা ৫৩০০ টাকা করে বোনাস পাচ্ছে এটা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে বাংলার অন্য প্রান্তের সিভিক ভলান্টিয়ারদেরও এই একই পরিমাণ বোনাস দিতে হবে। এই বৈষম্য দূর করার জন্য দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এবার একেবারে ভোটপর্বের মধ্য়েই ফের এনিয়ে দাবি করলেন তিনি। ইদের বোনাসের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here