Home আপডেট Botanical garden: সবুজ নষ্ট করে পার্ক হচ্ছে বটানিক্যাল গার্ডেনে, ৩ সদস্যের কমিটি গড়ল পরিবেশ আদালত

Botanical garden: সবুজ নষ্ট করে পার্ক হচ্ছে বটানিক্যাল গার্ডেনে, ৩ সদস্যের কমিটি গড়ল পরিবেশ আদালত

Botanical garden: সবুজ নষ্ট করে পার্ক হচ্ছে বটানিক্যাল গার্ডেনে, ৩ সদস্যের কমিটি গড়ল পরিবেশ আদালত

[ad_1]

অনেক বিরল প্রজাতির এবং বহু প্রাচীন গাছ রয়েছে শিবপুর বটানিক্যাল গার্ডেনে। অথচ সেই বটানিক্যাল গার্ডেনের সবুজ নষ্ট করে সেখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক পার্ক। যার ফলে বেশ কয়েকটি গাছের অস্তিত্ব বিপন্ন। এর সমাধান চেয়ে জাতীয় পরিবেশ আন্দোলনের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশকর্মীরা। সেই সংক্রান্ত মামলায় ৩ সদস্যের কমিটি গঠন করে দিল জাতীয় পরিবেশ আদালত। অভিযোগ যাচাই করে কমিটিকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে জাতীয় পরিবেশ আদালত।

আরও পড়ুনঃ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বোটানিক্যাল গার্ডেন, কত পরিমাণ ক্ষতি হয়েছে?

জানা গিয়েছে, এই কমিটিতে রাখা হয়েছে ৩ জনকে। এরা হলেন রাজ্য পরিবেশ দফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ৩ সিনিয়র বিজ্ঞানী।  অভিযোগ খতিয়ে দেখে তার ভিত্তিতে আগামী ৪ সপ্তাহের মধ্যে তিন সদসের এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছে পরিবেশ আদালত। বটানিক্যাল গার্ডেনে সবুজ নষ্ট করে আধুনিক পার্ক গড়ায় আপত্তি জানিয়েছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। 

এ নিয়ে কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরে চিঠি দেওয়ার পাশাপাশি পরিবেশ আদালতে মামলাও করেছিলেন সুভাষ দত্ত। তাঁর বক্তব্য, অনেক বিরল প্রজাতির গাছ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে। মূলত সেগুলির সংরক্ষণ এবং গবেষণার জন্যই বটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়েছিল, অথচ সেখানেই উদ্যান কর্তৃপক্ষ সবুজ নষ্ট করে আধুনিক পার্ক গড়ছে। যার উদ্দেশ্য হল পর্যটকদের কাছে এই গার্ডেনকে আকর্ষণীয় করে তোলা। ইতিমধ্যেই বেশ কিছু মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। যার মধ্যে রয়েছে মূল্যবান চন্দন, মেহগনি গাছ। 

সুভাষের অভিযোগ, অবৈধভাবে এই সমস্ত গাছ কেটে পর্যটক টানতে বাণিজ্যিক উদ্দেশ্যে কাফেরটেরিয়ার চেয়ার টেবিল তৈরি করা হয়েছে। এর পাশাপাশি রাস্তার উপরে হটমিক্স প্লান্টে পিচ গলানো হয়েছে। বটানিক্যাল গার্ডেন নিয়ে এর আগে আদালতের যে নির্দেশ রয়েছে তার ফলে সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবেশকর্মী। 

সে সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আদালত ৩ সদস্যের কমিটি গঠন করে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। এমনিতেই গঙ্গার পাড় ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বটানিক্যাল গার্ডেন। ইতিমধ্যেই পার ভাঙতে ভাঙতে বটানিক্যাল গার্ডেনের কয়েশকো গাছ তলিয়ে গিয়েছে নদী গর্ভে। এই অবস্থায় সবুজ নষ্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানান পরিবেশ কর্মীরা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here