Home আপডেট ED Raids: দিনভর তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাড়ি থেকে বেরল ED

ED Raids: দিনভর তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাড়ি থেকে বেরল ED

ED Raids: দিনভর তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাড়ি থেকে বেরল ED

[ad_1]

নিয়োগ দুর্নীতির তদন্তে সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশির পর রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, তাঁদের কোনও প্রশ্নে জবাব দেননি মন্ত্রী। অভিযোগ খারিজ করেছেন চন্দ্রনাথ।

আরও পড়ুন: সুজাতা মণ্ডলকে সেন্সর করল তৃণমূল কংগ্রেস, দলীয় বৈঠক থেকে জারি হয়েছে নির্দেশ

শুক্রবার সকালে চন্দ্রনাথ সিংহর বোলপুরের নীচুপট্টির বাড়িতে যান ইডির আধিকারিকরা। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে। তাঁকে বোলপুরে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা ১০টা নাগাদ মুরারই থেকে বোলপুরে পৌঁছন মন্ত্রী। এর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে কোনও নোটিশ না দিয়েই ইডি এসেছে। আমি বাড়িতে ছিলাম না। সকালে ছেলে ফোন করে বলল, বাবা ইডি এসেছে। আজ ওর পরীক্ষা। খবর পেয়ে আমি বোলপুরে এলাম।’

ইডির আধিকারিকরা পৌঁছেছেন খবর পেয়েই চন্দ্রনাথ সিংহের বাড়ির কাছে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। দুপুরে বোলপুর পুরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে চন্দ্রনাথ সিনহার বাড়ির ১০০ মিটারের মধ্যে ভিড় করেন জনা চল্লিশেক তৃণমূলকর্মী। বুঝিয়ে সুঝিয়ে কাজ না হওয়ায় তাদের লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি? ‘জালি’ চাকরির মাথা? কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে ED

দিন পেরিয়ে সন্ধ্যা নামতে ইডি তল্লাশি নিয়ে নানা রকম জল্পনা ছড়ায়। রাত বাড়তে থাকলে জল্পনা বেগ পায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে রাত ১০টা ৩০ মিনিট নাগাদ চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়ে আসেন ED আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডির তরফে জানানো হয়, একাধিক প্রশ্ন করা হলেও চন্দ্রনাথ সদুত্তর দেননি। এর পর মন্ত্রী বাড়ি থেকে বেরোলে তাঁকে ইডি কী প্রশ্ন করেছে জানতে চান সাংবাদিকরা। জবাবে চন্দ্রনাথ বলেন, সব প্রশ্নের জবাব দিয়েছি।

চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলি জেলা পরিষদের তৃণমূলি সদস্য কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া গিয়েছে। চন্দ্রনাথ অন্তত ১০০ জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তলের কাছে পাঠিয়েছিলেন তিনি। তদন্তকারীদের অনুমান, এই প্রার্থীদের চাকরির বিনিময়ে মোটা টাকা কমিশন পেয়েছেন চন্দ্রনাথ। সেই টাকা কোথায় কী ভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই এদিনের তল্লাশি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here