Home খেলাধুলো বার্বাডোজে রুটদের কার্যত চূর্ন করল হোল্ডার বাহিনী

বার্বাডোজে রুটদের কার্যত চূর্ন করল হোল্ডার বাহিনী

বার্বাডোজে রুটদের কার্যত চূর্ন করল হোল্ডার বাহিনী

কথায় বলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা জার্সিতে ক্রিকেট মানেই একটা আলাদা মাদকতা আছে। সি-বীচের সান্নিধ্য,ক্যালিপসো মিউজিক সারা মাঠ জুড়েই যেন ক্রিকেট উৎসব চলে। আর ৭০,৮০ বা ৯০ দশকের প্রথম দিকের ক্যারিবিয়ানদের সাফল্য যদি ক্রিকেট মাঠে ছোঁয়া দেয় তাহলে তো কথাই নেই। ঠিক সেই সময়কেই যেন আবার বার্বাডোজে ফিরিয়ে আনলেন হোল্ডাররা। রুটবাহিনীকে প্রথম ইনিংসে ‘ধ্রপদী’ পেস বোলিংয়ে ছিন্নভিন্ন করার পর দ্বিতীয় ইনিংসে রস্টন চেজের স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করালো তারা।

ব্রিটিশ দর্পচূর্ণ করে ব্রিজটাউন টেস্টে ৩৮১ রানে জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের।সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করার পর ক্যারিবিয়ানভূমে প্রথম টেস্টেই হোঁচট খেল ইংরেজরা। ব্যাটে-বলে দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্সে ঘরের মাঠে স্মরণীয় জয় পেল জেসন হোল্ডার বাহিনী।

প্রথম ইনিংসে কিমার রোচের ৫ উইকেটে মাত্র ৭৭ রানের আগুন ঝড়ানো স্পেলের সামনে শেষ হয়ে গিয়েছিল রুটদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারের অপরাজিত দ্বিশতরান ও উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডাউরিচের অপরাজিত শতরানে ভর করে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল রুট বাহিনী।

৬১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেও রস্টন চেসের স্পিনের সামনে ২৪৮ রানেই আত্মসমর্পণ করে ইংল্যান্ড। ৬০ রানে ৮ উইকেট নেন চেজ। ওপেনার বার্নসের ৮৪ ছাড়া কোন ইংরেজ ব্যাটসম্যান বলার মত রান পাননি। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে ১-০ এগিয়ে থেকে নামবেন হোল্ডাররা।