Home খেলাধুলো ‘লিটল মাস্টার ‘ সচিনের রেকর্ড ভাঙলেন নেপালি তারকা রোহিত

‘লিটল মাস্টার ‘ সচিনের রেকর্ড ভাঙলেন নেপালি তারকা রোহিত

‘লিটল মাস্টার ‘ সচিনের রেকর্ড ভাঙলেন নেপালি তারকা রোহিত

‘লিটল মাস্টার’ সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন নেপালের রোহিত পাউদেল। বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরান করলেন তিনি। মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন সে । দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একদিনের ক্রিকেটের সিরিজ খেলছে নেপাল। সেখানে দ্বিতীয় ম্যাচেই সচিনকে টপকে গেলেন রোহিত। সচিন অর্ধশতরান করেছিলেন ১৬ বছর ২১৩ দিনে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রানের এক ‘ধ্রপদী’ ইনিংস খেলেছিলেন মাত্র ১৬ বছর ২১৭ দিনে। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেছিলেন সচিন পরে সেই রেকর্ড ভেঙেছিলেন শাহিদ আফ্রিদি। রোহিত ৫৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় একদিনের ম্যাচে সংযুক্ত আরব আমীরশাহিকে ১৪৫ রানে হারালো নেপাল।

বিশ্ব ক্রিকেটে গত কয়েক বছরে নেপাল ক্রিকেটের মুখ হিসেবে উঠে এসেছে সন্দীপ লামিচানের নাম। এ দিন তিনি ২৪ রান দিয়ে চার উইকেট নেন। নেপালের ২৪৩ রান তাড়া করতে নেমে ৯৭ রানে শেষ হয়ে যায় ইউএই।

ক্রিকেট বিশ্বে এই রেকর্ড রয়েছে মহিলা ক্রিকেটের দখলে অবশ্য। দক্ষিণ আফ্রিকার জোমারি লগতেনবার্গ ওডিআই ও টেস্ট দুই ফর্ম্যাটেই হাফ সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর বয়সে।