Home আপডেট BT road expansion: শুরু হবে সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ, আবার কি যানজট?

BT road expansion: শুরু হবে সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ, আবার কি যানজট?

BT road expansion: শুরু হবে সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ, আবার কি যানজট?

[ad_1]

উত্তোরত্তর যাববাহনের চাপ বেড়েছে বিটি রোডের। ইতিমধ্যেই ডানলপ থেকে সোদপুর প্রথম পর্যায়ের রাস্তার চওড়া করা হয়েছে। কিন্তু থেকে সোদপুর থেকে বারাকপুর পর্যন্ত সম্প্রসারণ না হওয়ার ফলে যানজট থেকেই গিয়েছে। এবার সোদপুরের ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুরের চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। এ নিয়ে শনিবার পুলিশ ও পূর্তকর্তাদের মধ্যে জরুরি বৈঠক হল।

সূত্রের খবর, সাত কিলোমিটার রাস্তার দুপাশে চার মিটার করে চওড়া করা হবে। এই সম্প্রসারণের মাধ্যমে চার লেনের রাস্তাকে ছয়লেনের করা হবে। ডানলপ থেকে সোদপুর পর্যন্ত যে অংশের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, সেই রাস্তার মাঝখান থেকে লোহার রেলিং সরিয়ে বুলেভার্ড তৈরি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

(পড়ুন। গঙ্গার জলের নীচে থাকবে জাল, ডুবে গেলেও বাঁচা যাবে বেলুন ধরে, বড় উদ্যোগ পুলিশের) 

কবে থেকে কাজ শুরু

বৈঠকে পূর্ত দফতরের উত্তর ডিভিশনের কার্যালয়ে এগ্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার কৌশিক সেনগুপ্ত, ব্যারাকপুরের উপ নগরপাল (ট্র্যাফিক) সন্দীপ কাররা-সহ পুলিশ-সহ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। এর জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

(পড়তে পারেন। বেতন বেড়েছে বিধায়কদের, এবার কাউন্সিলরদেরও বৃদ্ধির দাবি কংগ্রেসের) 

দখলদার সমস্যা

দ্বিতীয় পর্যায়ে কাজের ক্ষেত্রে দখলদার একটা বড় সমস্যা। কারণ সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা রাস্তার পাশে দখল হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দখলদারদের সরাতে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।

এই সম্প্রসারণের কাজের জন্য বিটি রোডে যানজটের সম্ভাবনা রয়েছে। বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। কারণ প্রথম পর্যায়ের কাজের সময় যানজটের সমস্যায় ভুগতে হত যাত্রীদের। এ ক্ষেত্রে তা যাতে এড়ানো যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।  কী ভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সে ব্যাপারে পুলিশ কর্তারা পূর্ত দফতরের আধিকারিকদের জানিয়েছেন। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here