Home আপডেট Calcutta High Court: এমবিবিএসদের সম বেতন দিতে হবে আয়ুশ চিকিৎসকদের, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: এমবিবিএসদের সম বেতন দিতে হবে আয়ুশ চিকিৎসকদের, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: এমবিবিএসদের সম বেতন দিতে হবে আয়ুশ চিকিৎসকদের, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

[ad_1]

অ্যালোপ্যাথি চিকিৎসকদের সঙ্গে আলাদা করে দেখা যাবে না আয়ুশ চিকিৎসকদের। কলকাতা হাইকোর্ট একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। আয়ুশ ডাক্তারদের এমবিবিএস চিকিৎসকদের সমান বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট চার মাস সময় দিয়েছে স্বাস্থ্য দফতরকে। এই সময়সীমার মধ্যে আদালত নির্দেশ পালন করতে বলেছে।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিয়োগ করা হয় এই আয়ুশ চিকিৎসকদের। অ্যালোপ্যাথি চিকিৎকদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী হিসাবে এদের নেওয়া হয়। আয়ুশের অধীন রয়েছে বিএএমএস (আয়ুর্বেদ), বিএইচএমএস (হোমিয়োপ্যাথি) এবং বিইউএমএস (ইউনানি)। অ্যালোপ্যাথি এমও-দের বেতন ৪০ হাজার টাকা হলেও আয়ুশ এমওদের বেতন ছিল ২৫ হাজার টাকা। আয়ুশ এমওরা বার বার প্রতিবাদ জানিয়েছে বাড়েনি বেতন।

এর পর ২০২০ সালে বেতন বাড়ে। অ্যালোপ্যাথ এমও-দের শুরুর বেতন করা হয়য় ৬০ হাজার টাকা। অন্যদিকে আয়ুশ চিকিৎসকদের মাসিক বেতন হয় ৩২ হাজার টাকা। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ২০২১ সালে কলকাতা হাইকোর্ট মামলা করেন বেশ কয়েকজন আয়ুশ চিকিৎসক।  উত্তর ব্যারাকপুর পুরসভা, জয়নগর-মাজিলপুর পুরসভা, দক্ষিণ নারায়ণপুর ব্লক হাসপাতাল, নোয়াপাড়া ব্লক হাসপাতাল, রাধানগর গ্রামীণ হাসপাতল ও খানাকুল গ্রামীণ হাসপাতালে কর্মরত আয়ুশ এমও-রা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই মামলায় রায় দিয়েছে আদালত। এ প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা নৈনিতাল হাইকোর্টের একটি মামলার উল্লেখ করেন। 

এই বেতন বৈষম্য নিয়ে ২০২২-এই অবশ্য নৈনিতাল হাইকোর্টে মামলা করেন উত্তরাখণ্ডের আয়ুশ এমও-রা। তাঁদের পক্ষেই রায় দেন আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরাখণ্ড সরকার সুপ্রিম কোর্ট যায়। কিন্তু নৈনিতাল হাইকোর্টের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। বিচারপতি মান্থা সেই রায়কে উদ্ধৃত করে রাজ্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন, চার মাসের মধ্যে বেতন বৈষম্য দুর করতে হবে। চুক্তিভিত্তিক অ্যালোপ্যাথি এমও-দের সঙ্গে সম-বেতন দিতে হবে আয়ুশ এমও-দেরও।

আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য 

এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, এই রায়ে উপকৃত হবেন বর্তমানে আরবিএসকে কর্মসূচিতে কর্মরত ১২১৯ জন আয়ুশ এমও। যেহেতু শীর্ষ আদালতের রায়েকেই উদ্ধৃত করে হাইকোর্ট রায় দিয়েছে, তাই সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার কথা সে ভাবেছে না স্বাস্থ্য দফতর। তবে এ নিয়ে আইনি পরামর্শ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here