Home আপডেট Calcutta High Court: ৪৪ বছরের আইনি লড়াইয়ের পর জয়ী মালিক, হাইকোর্টের নির্দেশে ঘর ছাড়ল ভাড়াটিয়া

Calcutta High Court: ৪৪ বছরের আইনি লড়াইয়ের পর জয়ী মালিক, হাইকোর্টের নির্দেশে ঘর ছাড়ল ভাড়াটিয়া

Calcutta High Court: ৪৪ বছরের আইনি লড়াইয়ের পর জয়ী মালিক, হাইকোর্টের নির্দেশে ঘর ছাড়ল ভাড়াটিয়া

[ad_1]

৪ দশকেরও বেশি সময় পর বাড়ির দখল পেলেন মালিক। ভাড়াটিয়া মালিক বিবাদ নিয়ে ৪৪ বছর ধরে আইনি লড়াই চলার পর অবশেষে মালিকের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। ভাড়াটিয়াকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। অবশেষে আদালতের সেই নির্দেশ পেয়ে পুলিশের উপস্থিতিতে বাড়ি দখল নেন মালিক। ঘটনাটি বিষ্ণুপুর শহরের রূপকথা সিনেমাতলা এলাকার। 

আরও পড়ুন: ভাড়া দেওয়া অংশ ‘ক্ষতিগ্রস্ত’ ইস্যুতে বাড়ির মালিকের প্রতি বড় বার্তা কোর্টের

মামলার বয়ান অনুযায়ী, ওই বাড়ির মালিকের নাম হল জ্যোতির্ময় গোস্বামী। কর্মসূত্রে জ্যোতির্ময় বাবুর পরিবার কলকাতায় থাকেন  সেখানে ভাড়াটিয়া হিসাবে থাকতেন অসীম মল্লিক। তবে অভিযোগ ওঠে দীর্ঘ বছর ধরে তিনি ভাড়া দেননি। জ্যোতির্ময় বাবু জানান, বহু পুরনো এই বাড়ি ঘিরে তাদের পূর্ব পুরুষদের অনেক স্মৃতি জড়িত রয়েছে। ভাড়া না দেওয়ায় ৪৪ বছর আগে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু, সেই নির্দেশ না মানায় জ্যোতির্ময় বাবু মামলা করেছিলেন। অবশেষে এত বছর পর এই মামলায় উচ্ছেদের নির্দেশ দিল হাইকোর্ট। 

মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস দে জানান, ১৯১২ সালে বিষ্ণুপুরের ওই এলাকায় বাড়ি তৈরি করেছিলেন মামলাকারীর দাদু। তিনি আদতে বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা। তবে সেখানেও তিনি বাড়ি করেন। প্রায় ১০ কাটা জমির উপর ওই বাড়িটি করা হয়। এরপর তার ছেলে জ্যোতিষ চন্দ্র গোস্বামী কর্মসূত্রে কলকাতায় থাকতে শুরু করেন। তারপর থেকে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়াটিয়া থেকেছেন। তবে অসীম মল্লিকের পরিবার ভাড়া না দেওয়ায় ১৯৭৯ সালে মামলা করেছিলেন জ্যোতিষ চন্দ্র বাবুর ছেলে জ্যোতির্ময় গোস্বামী। 

এনিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই। প্রথমে বিষ্ণুপুর মহকুমা আদালতে মামলা হয় । সে ক্ষেত্রে আদালত মালিকপক্ষের হয়ে রায় দিয়েছিল। এরপর সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাড়াটিয়া। এভাবে ৪০ বছর ধরে কেটে যায় আইনি লড়াই। অবশেষে কলকাতা হাইকোর্ট ভাড়াটিয়াকে উচ্ছেদের নির্দেশ দেয়। যদিও ভাড়াটিয়ার বক্তব্য, এই বাড়ির একাধিক শরিক রয়েছে। তিনি নির্দিষ্ট সময়ে ভাড়া দিয়ে এসেছেন। তার রসিদও তাদের কাছে রয়েছে। সেই নথিও আদালতে পেশ করেন তারা। তবে শেষমেষ মালিকের পক্ষে রায় দেওয়ায় তাঁকে ঘর ছাড়তে হয়।  আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করবেন বলেই তিনি জানিয়েছেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here