Home আপডেট Camera theft: হাতির উপদ্রব রুখতে জঙ্গলে বসানো ক্যামেরা, চুরি করে বাড়িতে লাগিয়ে ধৃত যুবক

Camera theft: হাতির উপদ্রব রুখতে জঙ্গলে বসানো ক্যামেরা, চুরি করে বাড়িতে লাগিয়ে ধৃত যুবক

Camera theft: হাতির উপদ্রব রুখতে জঙ্গলে বসানো ক্যামেরা, চুরি করে বাড়িতে লাগিয়ে ধৃত যুবক

[ad_1]

লোকালয়ে হাতির হানা রুখতে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা। কিন্তু, সেই ক্যামেরা  চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে বসানোর অভিযোগ উঠল। বন দফতরের ক্যামেরায় চুরির বিষয়টি ধরা পড়ার পরেই কার্যত হতবাক হয়ে যান আধিকারিকরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি ক্যামেরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বৃন্দাবনের জঙ্গলে।

আরও পড়ুন: হাতির রিয়েল টাইম গতিবিধি জানতে ৩০টি AI ক্যামেরা বসাচ্ছে বন বিভাগ

বন বিভাগ সূত্রে জানা যায়, বন আধিকারিকরা দেখতে পান এক যুবক গাছে উঠে ক্যামেরা খুলে নিয়ে যাচ্ছে। ক্যামেরা চালু থাকায় স্বাভাবিকভাবেই সেই যুবকের ছবি ক্যামেরায় ধরা পড়ে। এরপর বন দফতরের তরফে স্থানীয় পুলিশের কাছে যোগাযোগ করা হয়। এরপর তড়িঘড়ি পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় একজনকে গ্রেফতার করে। চুরি হয়ে যাওয়া ক্যামেরাটি উদ্ধার করা হয়েছে। যদিও বন দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, লোকালয়ে বারবার হাতির হামলা হচ্ছে। তাই বাড়িতে নজরদারির জন্য ক্যামেরা চুরি করে নিয়ে গিয়েছিল ওই যুবক। ধৃত নিজেই সে কথা জানিয়েছে বনকর্মীদের। তবে যুবক এই দাবি করলেও এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কিনা বা এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা।ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী জানান, ক্যামেরায় যে ব্যক্তির ছবি উঠেছিল সেই ব্যক্তির ছবি পুলিশকে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় হাতির হানায় মৃত্যু অব্যাহত রয়েছে। যারমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দার্জিলিংয়ে। গত বছরের দার্জিলিংয়ে হাতির হানায় ৯ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রামে বিভিন্ন সময় হাতির হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই হাতির হামলায় মৃত্যু ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। যার মধ্যে উল্লেখযোগ্য হল এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা। এর মাধ্যমে হাতিদের রিয়েল টাইম অবস্থান জানা সম্ভব হবে। তাতে প্রাণহানি রোখা সম্ভব হবে। জানা যায়, ঝাড়গ্রামের হাতি করিডরে একাধিক ক্যামেরা বসানো হচ্ছে। এই পরিস্থিতিতে ক্যামেরা চুরি হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here