Home আপডেট Rathin Ghosh on Seikh Sahjahan: কিছু না করে থাকলে EDর কাছে হাজিরা দেওয়া উচিত, শাহজাহানকে শলা মন্ত্রী রথীন ঘোষের

Rathin Ghosh on Seikh Sahjahan: কিছু না করে থাকলে EDর কাছে হাজিরা দেওয়া উচিত, শাহজাহানকে শলা মন্ত্রী রথীন ঘোষের

Rathin Ghosh on Seikh Sahjahan: কিছু না করে থাকলে EDর কাছে হাজিরা দেওয়া উচিত, শাহজাহানকে শলা মন্ত্রী রথীন ঘোষের

[ad_1]

বিরোধীদের লাগাতার আক্রমণের জেরে দলের অস্বস্তির কারণ শাহজাহান শেখকে কি ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? শনিবার শাহজাহানকে নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের পরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। রবিবার তৃণমূলের আরেক মন্ত্রীর মন্তব্যে ইন্ধন পেল সেই জল্পনা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বললেন, কিছু করে না থাকলে ওর ইডির কাছে হাজিরা দেওয়া উচিত।

গত ২৪ জানুয়ারি শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায় ইডি। প্রত্যাশিত ভাবেই বাড়ি থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। এর পর শাহজাহানকে ২৯ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করে তার বাড়িতে নোটিশ সেঁটে দিয়ে আসেন তাঁরা। তার পর ৪টে দিন কাটলেও শাহজাহান প্রকাশ্যে আসেননি। উলটে অন্তরাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দেখা যাবে কি না, এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তার মধ্যেই শনিবার তৃণমূলের অন্যতম শীর্ষনেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার বলেন, ‘শাহজাহান ঠিক কাজ করেনি। যে ভাবে মাথা ফাটানো হয়েছে সেটা যদি ও করে থাকে তাহলে ঠিক হয়নি।’ এর পরই প্রশ্ন উঠতে শুরু করে লাগাতার অস্বস্তির মুখে কি শাহজাহানকে ঘাড় থেকে ঝেড়ে ফেলার প্রক্রিয়া শুরু করল তৃণমূল। রবিবার সেই জল্পনায় ইন্ধন দিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ও কিছু করে না থাকলে হাজিরা দেওয়া উচিত।’

তৃণমূলের এহেন বক্তব্যকে তীব্র আক্রমণ করেছে বিজেপি. বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘তাহলে কেউ কোনও অপরাধ করে থাকলে তাকে পালিয়ে বেড়াতে বলছেন রথীন ঘোষ? শুধুমাত্র যারা কিছু করেননি তারাই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন?’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here