Home আপডেট CBI Chargesheet: নাটের গুরু পার্থ! নাম রয়েছে আরও রাঘব-বোয়ালের, নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই

CBI Chargesheet: নাটের গুরু পার্থ! নাম রয়েছে আরও রাঘব-বোয়ালের, নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই

CBI Chargesheet: নাটের গুরু পার্থ! নাম রয়েছে আরও রাঘব-বোয়ালের, নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই

[ad_1]

এবার চূড়ান্ত চার্জশিট। নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের। সেই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ এক আমলার নামও রয়েছে সেই চার্জশিটে।এখানেই শেষ নয়, ওই চার্জশিটে নাম রয়েছে উত্তরবঙ্গের এক তৃণমূল নেতার নামও। সিবিআইয়ের চার্জশিটে শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম রয়েছে বলে খবর। তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি আগেই গিয়েছিল। বাম আমলে মেখলিগঞ্জের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন পরেশ অধিকারী। সেই পরেশের নামও চার্জশিটে রয়েছে বলে খবর।

সেই সঙ্গেই পার্থ ঘনিষ্ঠ এক আমলা ও এএসএসসি এক প্রাক্তন চেয়ারপার্সনের নামও রয়েছে বলে খবর।

এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত নাটের গুরু হিসাবে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। চারটি চার্জশিটেই নাম রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের। দীর্ঘ তদন্তের পর এবার চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। 

২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়কেও গ্রেফতার করা হয়েছিল। তার ফ্ল্যাট থেকে মিলেছিল কোটি কোটি টাকা। গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকেও। মধ্যশিক্ষা পর্ষদের একাধিক কর্তা বর্তমানে এই মামলায় জেল খাটছেন। 

এর আগে নবম-দশম নিয়োগ সংক্রান্ত মামলার চার্জশিটে নাম ছিল ১২জনের। সেই তালিকায় ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় ও অশোক রাহার নাম।  

এদিন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে। 

তবে এই চার্জশিট দেওয়ার পরে বিরোধীদের দাবি, দুর্নীতি চক্রের যে মাথা তার নামই তো চার্জশিটে নেই। তিনি কিছুই জানতেন এটা হতে পারে না। তিনিই এই দুর্নীতির সব জানেন। কিন্তু তার নামই এই চার্জশিটে নেই। তবে আরও রাঘব বোয়ালরা এই ঘটনায় ধরা পড়বে বলে আশাবাদী বিরোধীরা। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here