Home আপডেট ‘‌লঘু ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ’‌, শাহজাহানকে নিয়ে বিস্ফোরক বিবৃতি ইডির

‘‌লঘু ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ’‌, শাহজাহানকে নিয়ে বিস্ফোরক বিবৃতি ইডির

‘‌লঘু ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ’‌, শাহজাহানকে নিয়ে বিস্ফোরক বিবৃতি ইডির

[ad_1]

সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শাহাজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তার জেরে শুক্রবার ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। বেধড়ক মারধর খান ইডির অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলেছেন ইডির কর্তারা। তাই আজ যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা সমালোচনা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহাজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে। খুনের চেষ্টা–সহ একাধিক অভিযোগ থাকলেও, লঘু ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি। বেশিরভাগই জামিনযোগ্য ধারায় মামলা।’‌

এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও ধরা পড়েনি শেখ শাহজাহান। পুলিশ এখনও ধরতে পারেনি। শাহজাহান গা–ঢাকা দিয়ে আছে। আর বিষয়টি নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। রেশন দুর্নীতি কাণ্ডে শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসাররা আক্রান্ত হন। যদিও শাহজাহানের বাড়ি তালাবন্ধ ছিল। ডাকাডাকি করে সাড়া না মেলায় তালা ভাঙতে যান অফিসাররা। তাতেই হামলা নেমে আসে। অফিসারদের লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন অফিসার।

অন্যদিকে এই ঘটনা নিয়ে ইডির পক্ষ থেকে বিবৃতি জানানো হয়, ‘‌তল্লাশির সময় বাড়িতেই ছিলেন শাহাজাহান। ফোনের লোকেশন বাড়িতেই দেখাচ্ছিল। তল্লাশির সময় ৮০০ থেকে ১০০০ জন ঘিরে ফেলে। ইডি ও জওয়ানদের উপর ইট–পাটকেল মেরে হামলা চালানো হয়। ব্যক্তিগত ও সরকারি সামগ্রী চুরি করা হয়েছে। খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়।’‌ অভিযোগও দায়ের করা হয় পুলিশে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর আবার বিবৃতি দিল ইডি।

আরও পড়ুন:‌ ‘‌ওঁর উপন্যাস আমাকে পাঠিয়েছেন, লেখার হাত খুব ভাল’‌, কুণালের প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তবে এই গোটা বিষয়টি নিয়ে ইডিকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘‌ইডির বিজেপির অঙ্গুলিহেলনে চলতে পারে। কিন্তু ইডির সাফল্যে হার আমরা সকলেই জানি। ইডির অফিসারদের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ আমরা দেখেছি। ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তামিলনাড়ুতে। বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকলেও, ইডি তাদের কেশাগ্র স্পর্শ করে না। বাংলায় তৃণমূল কংগ্রেসের জমানায় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। কোনও পক্ষপাতিত্ব করে না। কোনও অভিযোগ উঠলে, পুলিস যেটা মনে করে, সেই ধারাই দেয়। কোন রং দেখে না। ইডি রাজনৈতিক উদ্দেশ্যে ব্য়বহৃত হয়। তাই বাকিদেরও নিজেদের মতো ভাবছে।’‌ এই ঘটনায় মুখ খুলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁর আশ্বাস, ‘‌যে যে আইন ভেঙেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here