Home আপডেট একসঙ্গে প্রচুর মানুষ অ্যাপে ঢুকে পড়ায় বিপত্তি, বিকল কো-উইন পোর্টাল, আরোগ্য সেতু

একসঙ্গে প্রচুর মানুষ অ্যাপে ঢুকে পড়ায় বিপত্তি, বিকল কো-উইন পোর্টাল, আরোগ্য সেতু

একসঙ্গে প্রচুর মানুষ অ্যাপে ঢুকে পড়ায় বিপত্তি, বিকল কো-উইন পোর্টাল, আরোগ্য সেতু

টিকাকরণের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হতেই বিকল হয়ে পড়ে কো-উইন পোর্টাল। বিকেল চারটে নাগাদ থেকেই প্রযুক্তিগত ত্রুটির কারণেই অ্যাপটিতে নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের অভিযোগ, নাম নথিভুক্তিকরণের সবকটি ধাপ পেরনোর পরেও কাজ করছে সরকারি কো-উইন পোর্টাল। কো-উইনের পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপেও সমস্যা দেখা দেয়। যদিও তার কিছুক্ষণের মধ্যেই ফের চালু হয়ে যায় কো-উইন এবং আরোগ্য সেতু অ্যাপ।
আগামী মে মাস থেকেই দেশে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি। এই দফায় সমস্ত প্রাপ্তবয়স্করাই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু নাম নথিভুক্ত করেই টিকা নিতে হবে বলে জানানো হয়েছে। যা সম্ভব একমাত্র কো-উইন অ্যাপেই। এদিন নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হতেই অ্যাপে নানারকম ‘‌গ্লিচ’ ধরা পড়ে। বহু মানুষ অভিযোগ জানান, তাঁদের ফোনে ওটিপি-ই আসছে না। আর আসলেও তা অ্যাপে দেওয়া যাচ্ছে না।
সরকারি সূত্রে দাবি, নাম নথি‌ভুক্তিকরণ চালু হতেই একসঙ্গে প্রচুর মানুষ অ্যাপে ঢুকে পড়ায় ওই বিপত্তি হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা সারিয়ে ফেলা সম্ভব হয়েছে।