Home আপডেট আড়াই মাস পর সর্বনিম্ন সংক্রমণঃ দেশে দৈনিক আক্রান্ত সংখ্যা নামলো ৭০ হাজারে

আড়াই মাস পর সর্বনিম্ন সংক্রমণঃ দেশে দৈনিক আক্রান্ত সংখ্যা নামলো ৭০ হাজারে

আড়াই মাস পর সর্বনিম্ন সংক্রমণঃ দেশে দৈনিক আক্রান্ত সংখ্যা নামলো ৭০ হাজারে
New Delhi, Aug 02 (ANI): A health worker in personal protective equipment (PPE) collects a nasal sample from a Delhi Police Constable at a local health centre to conduct tests for the coronavirus disease (COVID-19), amid the spread of the disease, in New Delhi on Sunday. (ANI Photo)

দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল ৭০ হাজারে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। রবিবারও এই সংখ্যা ছিল ৮১ হাজারের কাছাকাছি। তবে মৃত্যুর হার বাড়ল লাফিয়ে। একদিনে করোনার বলি দেশের ৩৯২১ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩৩০০- সামান্য বেশি। এই পরিসংখ্যান অবশ্য চিন্তার। গত ২৪ ঘণ্টা করোনামুক্ত হয়ে ফিরেছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে ৭২ দিনের মাথায় এতটা কমল দৈনিক সংক্রমণ। যদিও মৃত্যুর হারে চিন্তা জারি থাকছেই। এ নিয়ে দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫। মোট সংক্রমিত দেশের ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০। এর মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ লক্ষেরও কম – ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮। আর সুস্থ হয়ে ফিরেছেন মোট ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। এর মধ্যে দেশে গণটিকাকরণ চলছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ২৫ কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জন।