Home আপডেট “সিঙ্গুর জমি সুরক্ষা” বিলের ১০বছর, দেশের কৃষকদের পাশে থেকে কেন্দ্রের বঞ্চনা, উদাসীনতার বিপক্ষে টুইট মমতার

“সিঙ্গুর জমি সুরক্ষা” বিলের ১০বছর, দেশের কৃষকদের পাশে থেকে কেন্দ্রের বঞ্চনা, উদাসীনতার বিপক্ষে টুইট মমতার

“সিঙ্গুর জমি সুরক্ষা” বিলের ১০বছর, দেশের কৃষকদের পাশে থেকে কেন্দ্রের বঞ্চনা, উদাসীনতার বিপক্ষে টুইট মমতার

সিঙ্গুর জমি আন্দোলন পা দিয়েছে ১০ বছরে। তবে এক দশক পরও দেশে কৃষকদের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি, টুইটে তা ফের তুলে ধরে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষ পূর্তিতে তিনি টুইটে কার্যত আক্ষেপ প্রকাশ করে জানালেন, ”কেন্দ্রের উদাসীনতার কারণে দেশের কৃষকরা দুর্দশায় রয়েছেন। তা আমাকে ব্যথিত করছে। আসুন, সমাজের মেরুদণ্ড কৃষক শ্রেণির উন্নয়নের স্বার্থে এক হয়ে লড়াই করি। তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হোক।”

 

২০১১ সালের এই দিনই সিঙ্গুর জমি সুরক্ষায় বিল (Singur Land Rehabilitation and Development Bill 2011) পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। প্রথম টুইটে তিনি সেদিনের ইতিহাসের কথা জানিয়েছেন। লিখেছেন, সেই ঘটনা বাংলার কৃষকজীবনে বড়সড় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। পরের টুইটিতেই তিনি আজকের পরিস্থিতির কথা উল্লেখ করেন। জানান, আজ কেন্দ্রীয় নীতি, কেন্দ্রের উদাসীনতা – এসবের কারণে দেশের কৃষকরা মোটেই ভাল নেই। তাঁদের দুর্দশা দেখে বেদনায় ভারাক্রান্ত হন মুখ্যমন্ত্রী। তারপরই তাৎপর্যপূর্ণভাবে কৃষক ঐক্যে জোর দিয়ে এই শ্রেণির আন্দোলনকে সমর্থনের জন্য সব পক্ষের কাছে বার্তা দিয়েছেন নেত্রী।