Home আপডেট কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনার বলি ৪,১৯৪ জন

কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনার বলি ৪,১৯৪ জন

কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনার বলি ৪,১৯৪ জন

কড়া বিধিনিষেধ ও লকডাউনের মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে মারণ করোনা ভাইরাসকে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। দৈনিক করোনা আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা যেমন বেড়েছে, তেমনই আস্তে আস্তে কমছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও। আর এরই মধ্যে আশার আলো জাগিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, চলতি বছরের শেষেই প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন করোনা  আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে রাজধানী দিল্লিতে। তবে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তা ঠেকাতেও আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন তথা দেশ। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৯৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। যে সংখ্যাটা গতকালের তুলনায় অনেকটাই কম। একইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।