Home আপডেট নেই কোনো সঠিক তথ্যপ্রমাণ, ঘুষ মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত বন্ধ করে দিল সিবিআই

নেই কোনো সঠিক তথ্যপ্রমাণ, ঘুষ মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত বন্ধ করে দিল সিবিআই

নেই কোনো সঠিক তথ্যপ্রমাণ, ঘুষ মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত বন্ধ করে দিল সিবিআই

মেলেনি কোনো মজবুত প্রমাণ । ২০১৩ সালের ঘুষ মামলায় অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত বন্ধ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই
অভিযোগ করা হয়েছিল, লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব এবং কন্যা চন্দা এবং রাগিনী ২০১১ সালে একটি সংস্থা এবি এক্সপোর্টস কিনেছিলেন ৪ লক্ষ টাকায়। অভিযুক্ত সংস্থা ২০০৭ সালে নিউ ফ্রেন্ডস কলোনিতে পাঁচ কোটি টাকায় একটি সম্পত্তি কিনেছিল।

ঘটনায় প্রকাশ, ২০১১ সালে লালুপ্রসাদের ছেলে-মেয়েরা ওই সংস্থাটিকে মাত্র চার লক্ষ টাকায় কিনে নেওয়ায় তাঁদের হাতে চলে আসে কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এবং বান্দ্রা স্টেশনের কাছে ডিএলএফ সংস্থার মাধ্যমে এবি এক্সপোর্টের এই অর্থ ঘুষের বিনিময়ে কিছু প্রকল্পের হস্তান্তর করা হয়েছিল।

সম্প্রতি পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এর পরে এই মাসের শুরুতে রাঁচির একটি জেল থেকে ছাড়া পেয়েছেন লালুপ্রসাদ। তিন বছরেরও বেশি সময় জেলে কাটিয়ে জামিনে থাকা লালুপ্রসাদ আরজেডি কর্মীদের সঙ্গে “ভার্চুয়াল আলোচনা”ও করেছিলেন বলে শোনা যায়।