Home আপডেট করোনা আপডেটঃ প্রায় এক লক্ষ ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

করোনা আপডেটঃ প্রায় এক লক্ষ ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

করোনা আপডেটঃ প্রায় এক লক্ষ ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

গত বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এক দিনে সর্বোচ্চ কোভিড-১৯  আক্রান্তের হদিশ মিলল। রবিবার সাস্থ্যমন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি।

স্বাস্থ্যমন্ত্রকের  তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৪৯ জন।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বরের পর থেকে এখনও পর্যন্ত এক দিনে সব থেকে বেশি কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন শেষ ২৪ ঘণ্টায়।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৩২ হাজার ৬৮৮ জন। বর্তমানে দেশে ৫.৫৪ শতাংশ কোভিডরোগী চিকিত্‍সাধীন।

শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। ফলে এখনও পর্যন্ত আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন। দেশে সুস্থতার হার এখন ৯৩.১৪ শতাংশ।

দৈনিক মৃতের সংখ্যা এ দিন পাঁচশোর উপর। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। যা আগের দিনের থেকে কম। এখনও পর্যন্ত মোট মৃত ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩। দেশে মৃত্যুহার রয়েছে ১.৩২ শতাংশ।

সংক্রমণের হার এ দিন কিছুটা কমেছে দেশে। গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৬৬ হাজার ৭১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৭.৯৯ শতাংশ। এর আগের দিন যা ছিল ৮.৪২ শতাংশ।

এ দিকে ২ এপ্রিল পর্যন্ত ভারতে মোট ২৪ কোটি ৮১ লক্ষ ২৫ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন ৫.০৩ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন।

দৈনিক সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তালিকার উপরের দিকে থাকা ১০টি রাজ্য যথাক্রমে-

১. মহারাষ্ট্র: আক্রান্ত- ৪৯,৪৪৭, সুস্থ- ৩৭,৮২১, মৃত-২৭৭

২. ছত্তীসগঢ়: আক্রান্ত- ৫,৮১৮, সুস্থ- ১,৩২৮, মৃত-৩৬

৩. কর্নাটক: আক্রান্ত- ৪,৩৭৩, সুস্থ- ১,৯৫৯, মৃত-১৯

৪. দিল্লি: আক্রান্ত- ৩,৫৬৭, সুস্থ- ২,৯০৪, মৃত-১০

৫. তামিলনাড়ু: আক্রান্ত- ৩,৪৪৬, সুস্থ- ১,৮৩৪, মৃত-১৪

৬. উত্তরপ্রদেশ: আক্রান্ত- ৩,১৮৭, সুস্থ- ৭৫০, মৃত-১৪

৭. মধ্যপ্রদেশ: আক্রান্ত- ২,৮৩৯, সুস্থ- ১,৭৯১, মৃত-১৫

৮. গুজরাত: আক্রান্ত- ২,৮১৫, সুস্থ- ২,০৬৩, মৃত-১৩

৯. পঞ্জাব: আক্রান্ত- ২,৬৮৬, সুস্থ- ২,৭৮১, মৃত-৪৯

১০. কেরল: আক্রান্ত- ২,৫৪১, সুস্থ- ১,৬৬০, মৃত-১২