Home আপডেট আনছে স্বস্তির খবর, ২রা এপ্রিলের পর ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ সর্বনিম্ন

আনছে স্বস্তির খবর, ২রা এপ্রিলের পর ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ সর্বনিম্ন

আনছে স্বস্তির খবর, ২রা এপ্রিলের পর ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ সর্বনিম্ন

 

ধারাবাহিক ভাবে কমছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ।সারা দেশের করোনা সংক্রমণের নিম্নমুখী ট্রেন্ড অব্যাহত। শনিবারই ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন হয়েছিল আক্রান্তের সংখ্যা। রবিবার তা আরও কমল। এপ্রিলের পর প্রথমবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৮০ হাজারের ঘরে। সেই সঙ্গে কমল মৃত্যুর দৈনিক সংখ্যাও। করোনার দ্বিতীয় ধাক্কা আঘাত হানার পর একটা সময় দেশের অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছিল ৪০ লক্ষের কাছাকাছি। সেটা কমতে কমতে আবার নেমে এল ১০ লক্ষের কোঠায়। দেশে সুস্থতার হার বেড়ে হল ৯৫.২৫ শতাংশ।  কিন্তু বজায় রেখে চলেছে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে আগের দিনের তুলনায় রবিবার শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনামৃত্যুর সংখ্যা অনেকটাই কমল। তবে সংক্রমণের গ্রাফ নামার পাশাপাশি মৃতের সংখ্যা কতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেটাই এখন লক্ষ্য।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী রবিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। যা ২ এপ্রিলের পর থেকে সব চেয়ে কম।বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাটি নেমে এসেছে ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯-এ। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৫৪ হাজার ৫৩১ জন। বর্তমানে দেশে ৩.৪৯ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।