Home আপডেট কিছুটা স্বস্তিতে করোনা পরিস্থিতি, ৪১দিন পরে ২ লক্ষের নীচে দৈনিক সংক্রমণ

কিছুটা স্বস্তিতে করোনা পরিস্থিতি, ৪১দিন পরে ২ লক্ষের নীচে দৈনিক সংক্রমণ

কিছুটা স্বস্তিতে করোনা পরিস্থিতি, ৪১দিন পরে ২ লক্ষের নীচে দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ ২ লক্ষেরও নীচে নেমে এসেছে। ৪১ দিন পর এমন ঘটনা ঘটল ভারতে। আরও বড়ো কথা হল, সক্রিয় রোগীর সংখ্যাটা আরও প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কমেছে। গত কয়েকদিনের তুলনায় অনেক কম মৃত্যুও রেকর্ড করা হয়েছে এ দিন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৪৭। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন।

সংক্রমণের হারও দুর্দান্ত গতিতে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২০ লক্ষ ৫৮ হাজার ১১২টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত এ দিন সংক্রমণের হার ছিল ৯.৫৪ শতাংশ। এই হার ৫ শতাংশের নীচে চলে এলে মনে করা হবে যে কোভিডের দ্বিতীয় ঢেউকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

এ দিন ভারতে সক্রিয় রোগীর সংখ্যাটা ২৫ লক্ষের নীচে এসে গিয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লক্ষ ৩৩ হাজার ৯৩৪ জন। বর্তমানে দেশে ৯.৫৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।