Home আপডেট অ্যান্টিগায় নিখোঁজ পলাতক রত্নব্যবসায়ী মেহুল চোক্সি

অ্যান্টিগায় নিখোঁজ পলাতক রত্নব্যবসায়ী মেহুল চোক্সি

অ্যান্টিগায় নিখোঁজ পলাতক রত্নব্যবসায়ী মেহুল চোক্সি

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক  জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত রত্নব্যবসায়ী মেহুল চোক্সি  নিখোঁজ হয়ে গিয়েছেন। এমনই অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। ভারত থেকে পালিয়ে ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র অ্যান্টিগায়  থাকতেন তিনি।

চোক্সির আইনজীবী বিজয় অগ্রবাল বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার কথাটি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন যে ৬২ বছর বয়সি এই ব্যবসায়ীর পরিবার এবং দ্বীপরাষ্ট্রের পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।

জানা গিয়েছে, সোমবার ক্যারিবিয়ান দেশটিতে নিজের বাড়ি থেকে একটি বিখ্যাত রেস্তরাঁর উদ্দেশে রওনা দেন মেহুল। তারপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই পলাতক হীরে ব্যবসায়ীর খোঁজে অভিযান শুরু করেছে অ্যান্টিগা পুলিশ। গতকাল সন্ধ্যায় দ্বীপরাষ্ট্রটির জলি হারবার নামে একটি জায়গায় মেহুলের গাড়িটির সন্ধান মিললেও এখনও নিখোঁজ তিনি। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মেহুলের আইনজীবী বিজয় আগরওয়াল বলেন, “মেহুল চোকসি নিখোঁজ। তাঁর নিরাপত্তা নিয়ে তাঁর পরিজনরা অত্যন্ত উদ্বিগ্ন। তাই বিষয়টি আলোচনার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন তাঁরা। এই বিষয়ে তদন্ত শুরু করেছে অ্যান্টিগা ও বারবুডার পুলিশ।”