Home আপডেট CRPF jawan death: পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, তবুও ‘আত্মঘাতী’ আধা সেনা জওয়ান, উঠছে প্রশ্ন

CRPF jawan death: পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, তবুও ‘আত্মঘাতী’ আধা সেনা জওয়ান, উঠছে প্রশ্ন

CRPF jawan death: পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, তবুও ‘আত্মঘাতী’ আধা সেনা জওয়ান, উঠছে প্রশ্ন

[ad_1]

কাশ্মীরের আধা সেনা ছাউনিতে পোস্টিং ছিলেন জওয়ান বরুন দাস (৪২)। সদ্য তাঁর পদন্নতিও হয়েছিল। স্কুলে মেয়ে ভাল ফলও করেছে। হঠাৎ শুক্রবার দুপুরে এল খারাপ খবর। নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এই খবরে হতবাক তাঁর পরিবার। বাড়িতে যখন খুশির আবহ, সেই সময় কেন তিনি এমন কাণ্ড ঘটাবেন? এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনে করছে তাঁর পরিবার।

খুশির আবহে শোকের ছায়া

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এই ঘটনা হয় শ্রীনগরের বরগ্রাম জেলায় আধা সেনা ছাউনিতে। দুপুর দুটো নাগাদ বরুণ দাসের হাওড়ার বাড়িতে ফোন আসে। ফোনে জানানো হয় তিনি নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। এই খবর আসেতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার বিশ্বাসই করতে পারছিলেন না এই খবর।

আরও পড়ুন। : নৃশংস ঘটনা! গায়ে গরম জল ঢেলে পথ কুকুরকে খুন দমদমে, শাস্তির দাবি স্থানীয়দের

হেড কনস্টেবল হয়েছিলেন বরুণ

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯ বছর আগে আধা সামরিক বাহিনীতে যোগ দেন বরুণ দাস। তার পর ধাপে ধাপে তাঁর পদোন্নতিও হতে থাকে। দিন চারেক আগে তিনি হেড কনস্টেবল হন। বাড়িতে জানান খুশির খবর। জানতে পারেন তাঁর মেয়েও স্কুলে ভাল ফল করছে। স্ত্রী ও মেয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন। পদোন্নতির জন্য সেনা ছাউনিতে সহকর্মীদের মিষ্টিও বিতরণ করেন।

আরও পড়ুন। বাড়িতে জল পড়া নিয়ে বিবাদ, গার্ডেনরিচে প্রতিবেশীর হাতুড়ির আঘাতে খুন ব্যক্তি

প্রশ্ন তুলছে পরিবার

এমন সব খুশির খবরের সময় কেন একজন মানুষ আত্মঘাতী হবে? প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে ১২টাতেও ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেন। মেয়ের রেজাল্ট জেনে খুশি হয়। কী ভাবে স্কুলের ফি জমা দেবে তা নিয়েও বিস্তারিত কথা হয়। এরপরই দুপুর দুটো নাগাদ ফোন করে জানানো হয় বরুণ আত্মহত্যা করেছেন। এই খবর মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। শনিবার রাতে জওয়ানের দেহ তাঁর বাড়িতে আসবে।

আরও পড়ুন। দুর্গাকে খুনের পর মুণ্ড নিয়ে তন্ত্রসাধনা! ওয়াটগঞ্জে বাড়ির ঠাকুরঘরে তদন্তে ফরেনসিক

আরও পড়ুন। নতুন প্রজাতির প্রাণীর মিলল দিঘায়, নাম রাখা হল রাষ্ট্রপতির নামে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here