Home আপডেট CV Anand Bose: সিভি আনন্দ বোসকে সতর্ক করে চিঠি পাঠাল অমিত শাহের দফতর, কী এমন করলেন রাজ্যপাল?

CV Anand Bose: সিভি আনন্দ বোসকে সতর্ক করে চিঠি পাঠাল অমিত শাহের দফতর, কী এমন করলেন রাজ্যপাল?

CV Anand Bose: সিভি আনন্দ বোসকে সতর্ক করে চিঠি পাঠাল অমিত শাহের দফতর, কী এমন করলেন রাজ্যপাল?

[ad_1]

বছর শেষ হতে এখনো আড়াই মাস বাকি। এর মধ্যে প্রবাসে থাকার সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে চিঠি দিয়ে এব্যাপারে অবহিত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নিয়ম অনুসারে একজন রাজ্যপাল বছরে ৭৩ দিন রাজ্যের বাইরে থাকতে পারেন।

রাজ্যপালের পদে আগামী ২৩ নভেম্বর সিভি আনন্দ বোসের বর্ষপূর্তি হবে। আর এই সময়ে রাজ্যপাল হিসাবে রাজ্যের মধ্যে ও বাইরে তাঁর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মধ্যে যেমন বারবার তিনি আক্রান্ত ও আর্তের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন তেমনই কেরলের বাসিন্দা রাজ্যপাল বারবার গিয়েছে পারিবারিক কাজে ও পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে। দিল্লিতেও মাঝেমাঝেই দেখা গিয়েছে তাঁকে। যার ফলে বছর শেষের আড়াই মাস আগেই শেষ হয়ে গিয়েছে তাঁর প্রবাসযাপনের কোটা।

রাজ্যপালদের প্রবাসযাপনের সর্বোচ্চ সীমা বেঁধে দিতে ২০১৫ সালে আইন সংশোধন করে মোদী সরকার। সেই সংশোধনীর পরে রাজ্যপালরা বছরে মোট ৭৩ দিন নিজের রাজ্যের বাইরে থাকতে পারেন। সিভি আনন্দ বোস ইতিমধ্যে সেই সীমা ছুঁয়ে ফেলেছেন। তাই রাজভবনকে চিঠি দিয়ে বিষয়টি মনে করিয়ে দিয়েছে অমিত শাহের দফতর। অর্থাৎ আগামী আড়াই মাস রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না রাজ্যপাল বোস। একমাত্র দিল্লি থেকে তাঁকে তলব করলেই পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে পারবেন তিনি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here