Cyber fraud prevention tips: লাগামহীন সাইবার জালিয়াতি, ব্যাঙ্কে টাকা সুরক্ষিত রাখতে কী করবেন? কী করা যাবে না?


ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪০,০০০ টাকা খোয়া গিয়েছে চিকিৎসকের। টলিউড অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে। বিদ্যুতের বিলের নামে মেসেজে ক্লিক করতেই টাকা উধাও হয়ে যায় টলিউড অভিনেতার। ওটিপি ছাড়াই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছে পেনশনের টাকা- সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আর্থিক জালিয়াতির অভিযোগ উঠছে। যাঁরা প্রযুক্তিতে অতটা সড়গড় নন, শুধুমাত্র তাঁদের যে এরকম আর্থিক জালিয়াতির মুখে পড়তে হচ্ছে না; সেটা নয়। যাঁরা প্রযুক্তিতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য, তাঁরাও এরকম প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ‘আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম’-কে ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছে জালিয়াতরা। ফিঙ্গারপ্রিন্ট ও আধার কার্ডের তথ্য ব্যবহার করে চোখের নিমেষে লাখ-লাখ, কোটি-কোটি টাকা গায়েব করে দিচ্ছে। সেই পরিস্থিতিতে আমজনতাকে সাইবার জালিয়াতির গ্রাস থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি পরামর্শ দিল কলকাতা পুলিশ।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করতে হবে?

১) সর্বপ্রথম আধারের বায়োমেট্রিক লক করতে হবে। ‘এম আধার’ (mAadhaar) অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।

২) কেওয়াইসি (নো ইওর কাস্টমার) জমা দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। শেষ চারটি নম্বর ছাড়া আধার কার্ডের বাকি অংশ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৩) ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে যত দ্রুত সম্ভবত সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে অভিযোগ জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই অতি অবশ্যই টাকা ফেরত চাওয়ার কাজটা সেরে ফেলতে হবে গ্রাহকদের। 

৪) ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে বা কোনও জালিয়াতি হয়েছে বলে বুঝতে পারলে, যত দ্রুত সম্ভব স্থানীয় থানা বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে হবে গ্রাহকদের। 

আরও পড়ুন: Mobile numbers linked to Aadhaar card: একটা আধার কার্ডে ৬৫৮ মোবাইল সিম! আপনি কি সুরক্ষিত? জেনে নিন কীভাবে যাচাই করবেন?

৫) অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে? তাহলে অবিলম্বে যেখানে আছেন, সেখানকার এটিএমে যান। নিজের এটিএম কার্ড দিয়ে মিনি স্টেটমেন্ট দেখে নিন। গ্রাহকের অবস্থান বোঝা যাবে। সেটার সঙ্গে ‘আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম’-র লোকেশন মিলিয়ে দেখা হবে। যদি সেই তথ্য না মেলে, তাহলে বোঝা যাবে যে জালিয়াতি হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করবেন না?

১) ভেরিফিকেশন বা যাচাই না করে কোনও প্ল্যাটফর্মে একাধিকবার বায়োমেট্রিক দেবেন না। কারণ একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে মেশিন বুঝতে পারছে না বলে দাবি করে একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে জালিয়াতি করা হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হয়।

২) ধুমধাড়াক্কা কোথাও আধার নম্বর দেবেন না। অথবা অজানা কাউকে নিজের বায়োমেট্রিক দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩) আঙুল ভেজা থাকলে বা আঙুলে তেল থাকলে ‘আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম’-এ আঙুলের ছাপ দিতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন: PM Modi’s Aadhaar Card tampered: আধার কার্ডে মোদী ও যোগীর জন্মতারিখ ‘পরিবর্তন’, গ্রেফতার কলেজ পড়ুয়া মদন



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

16 mins ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

4 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

5 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

5 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

5 hours ago