Home আপডেট Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকার কোন পথ ধরে এগোবে? আবহাওয়ার বড় আপডেট

Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকার কোন পথ ধরে এগোবে? আবহাওয়ার বড় আপডেট

Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকার কোন পথ ধরে এগোবে? আবহাওয়ার বড় আপডেট

[ad_1]

Cyclone Mocha: কোন পথ ধরে এগোবে ঘূর্ণিঝড় মোকা? ঘন্টায় ১৬০ কিমি. বেগে কোথায় আছড়ে পড়বে?‌ হঠাৎ বাঁক নিয়ে ভারত না বাংলাদেশ? কোন দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়? অবশেষে পরিস্কার জানিয়ে দিল মৌসম ভবন। ক্রমশ সময় নিয়ে ঘনীভূত হচ্ছে সাইক্লোন। মোকা আতঙ্কের মাঝেই আমূল পাল্টে যাবে আবহাওয়া। আরও গরম নাকি তুমুল বৃষ্টি? সতর্ক প্রশাসন‌। যত সময় এগিয়ে চলেছে। আতঙ্ক বাড়ছে। মোকার ভয় বাংলায় কতটা? কেমন হতে পারে তার ধ্বংসলীলা? মৌসম ভবন কী বলছে জানুন, ইতিমধ্যেই সোমবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে‌ সময়ের সঙ্গে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার সাগরের ওই অংশেই গভীর নিম্নচাপের আকার নিতে পারে। তাতেই বাড়ছে বিপদের আশঙ্কা। কারণ মৌসম ভবনের পূর্বাভাস বলছে ১০ মে, বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে তৈরি হবে মোকা ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে মোকা তৈরি হওয়ার পর তা কোন পরিস্থিতিতে, কোন দিকে এগোবে? ভারত না বাংলাদেশের বুকে ঘূর্ণিঝড়ের আঘাত পড়বে? কিন্তু আবহাওয়া দফতর বলছে অন্য বিপদের আশঙ্কা।

এই ঘূর্ণিঝড় এর পর ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন। কিন্তু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে তা আচমকা উল্টো দিতে বাঁক নিলে তখন কী হবে? শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে যাবে? প্রথমে ক্রমশ এগোবে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে। তারপর ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হতে পারে। তা এখনও আবহাওয়া দফতরের কাছে ধোঁয়াশা। সবটাই নির্ভর করবে ঝড় তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতির উপর। ইতিমধ্যেই মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

কতটা প্রস্তুত প্রশাসন?

আগে থেকে প্রস্তুতি নিচ্ছে রাজ্য। বিশেষ করে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলার বিশেষ মহড়া চলছে। এদিকে শনিবার থেকেই ঘামছে কলকাতা আগামী কয়েকদিন গরম বাড়বে নাকি তুমুল বৃষ্টি হবে? বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোকার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে। আরও অস্বস্তি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বাংলার দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আবার ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে। তারপরে আরও ভোগান্তি অপেক্ষা করছে কিনা, তা এখনও পরিস্কার নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here