Home আপডেট সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতিতে বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়

সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতিতে বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়

সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতিতে বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়

নির্ধারিত সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘যশ’। বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ওড়িশার বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন।

এই মুহূর্তে ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস-এর চোখ।