Home আপডেট নৌকায় নদী পেরোনোর সময় অবশেষে গ্রেপ্তার মেহুল চোকসি

নৌকায় নদী পেরোনোর সময় অবশেষে গ্রেপ্তার মেহুল চোকসি

নৌকায় নদী পেরোনোর সময় অবশেষে গ্রেপ্তার মেহুল চোকসি

শেষ রক্ষা হল না। অ্যান্টিগা থেকে ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ হওয়া হীরে ব্যবসায়ী মেহুল চোকসির খোঁজ মিলল ডমিনিকায়। বুধবার কিউবা পালানোর সময়েই তাঁকে পাকড়াও করে ডমিনিকার পুলিশ। যদিও এখনও সরকারিভাবে পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ীকে পাকড়াও করার কথা স্বীকার করেনি ডমিনিকা প্রশাসন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় নীরব মোদির সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর মামা মেহুল চোকসির। পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার মুখেই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অ্যান্টিগায় গা ঢাকা দিয়েছিলেন ৫৯ বছরের মেহুল। ২০১৮ সালেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নেন চোকসি। সিবিআইয়ের অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। কিন্তু ওই দ্বীপরাষ্ট্রের আইনে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যর্পণের ধারা রয়েছে। তার উপর ভিত্তি করেই মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারতের তদন্তকারী সংস্থা। মেহুলের ভাগ্নে তথা পিএনবি কেলেঙ্কারির মূল পাণ্ডা নীরব মোদি অবশ্য এই মুহুর্তে ব্রিটেনের জেলে বন্দি। তাঁকে ভারতের হাতে প্রত্যর্পণে সায় দিয়েছে ব্রিটেনের আদালত। শুধু তাই নয়, আদালতের নির্দেশে সম্মতি জানিয়েছে বরিস জনসন প্রশাসন।

গত ২৩ মে অ্যান্টিগা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মেহুল চোকাসি।  রবিবার বিকেল ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ জলি হারবার এলাকায় শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। ভারতীয় তদন্তকারীদের আশঙ্কা ছিল, প্রত্যর্পণ এড়াতে কিউবা পালিয়ে যাওয়ার চেষ্টা চালাতে পারেন মেহুল। সেই আশঙ্কাই সত্যি হলো