Home খেলাধুলো স্মিথকে ১ পয়েন্টে হারিয়ে অ্যালান বর্ডার পুরস্কার ২০২০ জিতলেন ডেভিড ওয়ার্নার

স্মিথকে ১ পয়েন্টে হারিয়ে অ্যালান বর্ডার পুরস্কার ২০২০ জিতলেন ডেভিড ওয়ার্নার

স্মিথকে ১ পয়েন্টে হারিয়ে অ্যালান বর্ডার পুরস্কার ২০২০ জিতলেন ডেভিড ওয়ার্নার

 

বল-বিকৃতির ঘটনার পরে ফিরে গত বছর অর্থাৎ ২০১৯ সালে ক্রিকেট মাঠে নিজের সেরাটা দেয়ার স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সম্মান ‘অ্যালান বোর্ডার পদকে’ ভূষিত হলেন বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। এই নিয়ে তৃতীয়বার এই পদক জিতলেন তিনি। মাত্র এক ভোটের ব্যবধানে হারালেন জাতীয় দলের সতীর্থ প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে।

প্রসঙ্গত স্মিথও ছিলেন ওয়ার্নারের সঙ্গে বল টেম্পারিং কেলেঙ্কারিতে দায়ি। দুজনেই এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্তভাবে ক্রিকেটে ফিরেছেন। তৃতীয়বারের মতো অ্যালান বোর্ডার পদক জিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পরই আছেন ওয়ার্নার। চারবার করে অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন পন্টিং ও ক্লার্ক। একবার যৌথভাবে এই শিরোপা জেতেন তারা। এছাড়া শেন ওয়াটসন ও স্মিথ দুই বার করে এই সম্মানে ভূষিত হয়েছিলেন। নারীদের ক্রিকেটে তৃতীয়বারের মতো বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেন অলরাউন্ডার অ্যালিসা পেরি।
আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় প্যাট কামিন্স হয়েছেন তৃতীয়।