Home খেলাধুলো অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে হাতাহাতি করে আইসিসির শাস্তির মুখে ৫ ক্রিকেটার

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে হাতাহাতি করে আইসিসির শাস্তির মুখে ৫ ক্রিকেটার

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে হাতাহাতি করে আইসিসির শাস্তির মুখে ৫ ক্রিকেটার

ইঙ্গিত ছিল। সেই মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে কার্যত হাতাহাতির জন্য পাঁচ ক্রিকেটারের শাস্তি দিল আইসিসি। ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে বাংলাদেশের তিন এবং ভারতের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি ।

পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই বিতর্কের শুরু। ম্যাচ শেষ হতে মাঠেই ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আম্পায়ারের সামনেই এমন ঘটনা ঘটেছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ এই ঘটনাকে ‘নোংরা’ ঘটনা বলে উল্লেখ করেছে। আবেগের অজুহাত দিয়ে গোটা ঘটনার জন্য ক্ষমা চান বাংলাদেশের অধিনায়ক আকবর আলি।

গোটা ঘটনার তদন্ত করে আইসিসি-জানায়, ICC-এর বিধি ভঙ্গ করার অপরাধে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের আকাশ সিং এবং রবি বিষ্ণোইকে ৪- ১০টি ম্যাচ নির্বাসিত করা হয়েছে। আগামী দিনে অনূর্ধ্ব-১৯ কিংবা এ দলের হয়ে ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটে এই শাস্তি বহাল থাকবে পাঁচ ক্রিকেটারের।