Home আপডেট Debdut Ghosh:‘বারাকপুরে এখনও বাম সংগঠন শক্ত, ভালো লড়াই হবে’, আশাবাদী CPM প্রার্থী দেবদূত

Debdut Ghosh:‘বারাকপুরে এখনও বাম সংগঠন শক্ত, ভালো লড়াই হবে’, আশাবাদী CPM প্রার্থী দেবদূত

Debdut Ghosh:‘বারাকপুরে এখনও বাম সংগঠন শক্ত, ভালো লড়াই হবে’, আশাবাদী CPM প্রার্থী দেবদূত

[ad_1]

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নজরকাড়া আসনগুলির মধ্যে একটি হল বারাকপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। অন্যদিকে, তৃণমূল থেকে টিকিট না পেয়ে দলত্যাগ করে আবার বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। তবে বিজেপি তাঁকে হতাশ করেনি। এবার সেখানে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন অর্জুন সিং। এই দুজনই বারাকপুরের হেভিওয়েট নেতা। তাঁদের দুজনের সঙ্গে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারকা প্রার্থী দেবদূত ঘোষ। তবে রাজনৈতিক মহলের কাছে এই কেন্দ্রে সিপিএমের লড়াইটা কঠিন মনে হলেও তা মানতে নারাজ দলের প্রার্থী। তিনি মনে করেন, এখানে সিপিএমের সংগঠন বড় এবং মজবুত। যা লোকসভা নির্বাচনে তাঁকে অনেকটাই এগিয়ে রাখবে।

আরও পড়ুন: ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল – একনজরে সব তথ্য

একসময় বারাকপুর শিল্পাঞ্চলে সিপিএমের শক্ত ঘাঁটি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে দুর্বল হয়েছে বাম শিবির। বারাকপুরের বর্ষীয়ান সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের দাপটও এলাকায় একসময় ভালোই ছিল এলাকায়। তবে রাজ্যে বাম শাসনের অবসান ঘটার সঙ্গে সঙ্গে সেই দাপটও কমতে থাকে। তবে দেবদূত দাবি করেছেন, এখনও বারাকপুরে সিপিএমের সংগঠন শক্ত রয়েছে, যা তাঁকে অনেকটাই এগিয়ে রাখবে লোকসভা নির্বাচনে। তিনি জানান, বারাকপুরে সিপিএমের সংগঠন অনেক বড়। বিরোধীরা কেউ মন্ত্রী বা সাংসদ হয়ে থাকতেই পারেন। তবে তাদের এত বড় সংগঠন বারাকপুরে নেই। 

উল্লেখ্য, গত একুশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দেবদূত। আর এবার লোকসভা নির্বাচনে বারাকপুর থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। তিনি জানান, সিপিএম এখানে ১০ বছর ধরে ক্ষমতা নেই ঠিকই, তবে এখানে সিপিএম কর্মীরা খুবই সক্রিয়। তিনি আশা করছেন, এবার বারাকপুরে বেশ ভালই লড়াই হবে।

প্রসঙ্গত, বারাকপুরে শিল্পের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে চাইছে বামেরা। সে কথায় ইস্তেহারে উল্লেখ করেছে সিপিএম। দেবদূত জানান, মজুরদের জীবনযাত্রার মান বাড়ানো, মজুরি বাড়ানো, জমি মাফিয়াদের হটানো এবং শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করায় হল বামেদের লক্ষ্য।

বারাকপুরের বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারকে তিনি ‘রাজনৈতিক দ্রোণাচার্য’ বলে মন্তব্য করেছেন ।প্রসঙ্গত, এর আগে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তড়িৎ বরণ তোপদারের সঙ্গে দেখা করেছেন। প্রার্থী হওয়ার পর অর্জুন সিংও তাঁর সঙ্গে দেখা করেছেন। তারা দুজনেই তড়িৎ বরণ তোপদারকে অভিভাবকের মতো বলে মনে করেন। সিপিআইএম প্রার্থী দেবদূতও তড়িৎ বরণ তোপদারের সঙ্গে দেখা করেন। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়েছেন। সব মিলিয়ে বারাকপুরে এবার লড়াইটা জমজমাট হবে বলেই মনে করছেন সিপিএম প্রার্থী।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here