Home আইন আদালত বিতর্কিত দিল্লি বিল আইনে পরিণত হল,বিষাদের দিন আখ্যা দিলেন কেজরিওয়াল

বিতর্কিত দিল্লি বিল আইনে পরিণত হল,বিষাদের দিন আখ্যা দিলেন কেজরিওয়াল

বিতর্কিত দিল্লি বিল আইনে পরিণত হল,বিষাদের দিন  আখ্যা দিলেন কেজরিওয়াল

বিতর্কিত দিল্লি বিল আইনে পরিণত হয়ে গেল। রবিবার এই বিলটিতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পরেই সেটি আইনে পরিণত হয়ে যায়।

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সরকার (সংশোধনী) বিল ২০১২-এ  পরিষ্কার বলা হয়েছে, দিল্লিতে ‘সরকার’ শব্দটির অর্থ হল লেফটেন্যান্ট গভর্নর এবং কোনো কাজ করার আগে দিল্লি সরকারকে তাঁর পরামর্শ নিতে হবে।

২০১৩ সালে প্রথম দিল্লিতে ক্ষমতায় এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তখন থেকেই অভিযোগ তুলেছেন, উপরাজ্যপালের মাধ্যমে তাঁর সরকারের ওপর কর্তৃত্ব ফলাতে চাইছে কেন্দ্র। এ বার সেই অভিযোগই কার্যত সত্যি হল। আইনি ভাবেই তাঁর সরকারের ওপর কর্তৃত্ব করবে কেন্দ্রীয় সরকার।

তুমুল বিতর্কের মধ্যে গত ২৪ মার্চ রাজ্যসভায় পাস হয়েছিল এই দিল্লি বিল। এর কিছুদিন আগে লোকসভায় পাশ হয়ে যায় এই বিল। রাজ্যসভায় এই বিল পাসের সময় তুমুল বিরোধিতা করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেসের সাংসদরা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

তাঁদের অভিযোগ, এ ভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদী সরকার। কিন্তু শেষ পর্যন্ত ধ্বনিভোটে পাস হয় বিলটি। আপ-এর তরফে জানানো হয়েছে, দিল্লিবাসী এই আইন মানবে না। প্রতিবাদ করা হবে। যেমন কৃষকরা করছেন।

এই বিল হওয়ার পর কেজরিওয়াল টুইট করে জানিয়েছিলেন, ‘রাজ্যসভা জিএনসিটিডি সংশোধনী বিল পাশ করে দিল। ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিষাদের দিন। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। বাধা যা-ই আসুক, আমরা ভালো কাজ করে যাব। কাজ থেমে থাকবে না বা কাজের গতি কমে যাবে না।’