Dengue in Kolkata: করোনার মতো ডেঙ্গিতেও ‘স্পর্শকাতর’ এলাকায় চিহ্নিত করল KMC, চলবে বাড়তি নজরদারি


করোনার মতো ডেঙ্গির ক্ষেত্রেও ‘স্পর্শকাতর’ এলাকা চিহ্নিত করল কলকাতা পুরসভা। রাস্তা হিসাবে একাতাগুলিকে চিহ্নত করা হয়েছে। কলকাতা ৩৭টি ওয়ার্ডের মধ্যে ৯২টি রাস্তাকে ডেঙ্গির ক্ষেত্রে স্পর্শকাতর হিসাবে চিহ্নত করা হয়য়েছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা হরিশ চ্যাটার্জি স্টিট এবং কালীঘাট রোডও রয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই রাস্তাগুলিতে কয়েক সপ্তাহ বাড়তি নজরদারিতে রাখা হবে। যে রাস্তার আশপাশের এলাকায় ডেঙ্গি আক্রান্তের খবর বেশি আসছে সেগুলিকেই চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর হিসাবে। তালিকায় থাকা বেশিরভাগ রাস্তা দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন এলাকার। 

ডেঙ্গি আক্রান্তের হিসাবে কলকাতা পুরসভা বেশ কিছু ওর্য়াডকেও স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। দশ দিন ওই তালিকায় ওয়ার্ডের সংখ্যা ছিল ২৯। সম্প্রতি ১টি ওয়ার্ডকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই নটি ওয়ার্ডে নতুন করে সংযোজিত করা হয়েছে। ওই ওয়ার্ডগুলিতে ৭০ জন বা তার বেশি ডেঙ্গিতে আক্রান্ত।

পুরসভার হিসাব অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৮০২। গত একই সময়ে এই সংখ্যা ছিল ১৫২৩। অর্থাৎ এই এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। 

তবে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত রাস্তাগুলির মধ্যে মাত্র নটি উত্তর কলকাতার। এই রাস্তাগুলি মধ্যে রয়েছে বেলগাছিয়া রোড, কাশীপুর রোড, বি টি রোড, ক্যানাল ইস্ট রোড। 

(পড়তে পারেন। ডেঙ্গি তো কমছেই না! রোজ পাতে রাখুন এগুলি, মশাবাহিত রোগ সামলানোর শক্তি বাড়বে)

কসবা, নিউ আলিপুর, ভবানীপুর, চেতলার মতো জনবহুল এলাকাও রয়েছে এই তালিকায়। এছাড়া আন্যান্যা রাস্তাগুলির মধ্য রয়েছে সুইনহো লেন, কুষ্টিয়া রোড, বিজয়গড়, নারকেলবাগান, ডিপিএস রোড, গলফ ক্লাব রোড, বাঁশদ্রোণী বিধানপল্লি, ভূপেন রায় রোড, পর্ণশ্রী পল্লি, চিত্তরঞ্জন কলোনি, সেন্ট্রাল পার্ক।

পুরসভার পতঙ্গবিদ ডাঃ দেবাশিস বিশ্বাস বর্তমানকে বলেন, ‘নির্দিষ্ট কিছু রাস্তা চিহ্নিত করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। স্বাস্থকর্মীরা সেখানে নিয়মিত যাচ্ছে। ওই এলাকাগুলিতে বহুতল, নির্মীয়মান বাড়ি, ফাঁকা ও পরিত্যক্ত জমি বেশি রয়েছে। সেখান থেকে ডেঙ্গি সংক্রমণ বেশি ছড়াচ্ছে। ’

আগামী সপ্তাহ থেকেই হেল্পলাইন চালু করছে কলকাতা পুরসভা। সেই হেল্পলাইনে ফোন করে হাসপাতালের বেড এবং ডেঙ্গি সংক্রান্ত অন্য তথ্য জানা যাবে। এছাড়া শহরের দুটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের জন্য বেড সংরক্ষণের ব্যবস্থাও রাখছে পুরসভা। এছাড়া কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকে পুরসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে বেডের ব্যবস্থা রাখার জন্য।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

7 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

9 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

3 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

12 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago