Home আপডেট Dev-Shankar Dolui: ‘সাংসদ হিসেবে দেশের গর্ব’,দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন বিতর্কিত শঙ্কর দলুই

Dev-Shankar Dolui: ‘সাংসদ হিসেবে দেশের গর্ব’,দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন বিতর্কিত শঙ্কর দলুই

Dev-Shankar Dolui: ‘সাংসদ হিসেবে দেশের গর্ব’,দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন বিতর্কিত শঙ্কর দলুই

[ad_1]

তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। আর একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পরে তৃণমূল সাংসদদের সঙ্গে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে নিয়েও এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। অডিয়ো ক্লিপে একজন অভিযোগ করছেন, দেব তাঁর সাংসদ তহবিলের টাকার জন্য ৩০ শতাংশ কমিশন চাইছেন। আর সেটা শঙ্কর দলুইয়ের কণ্ঠ বলেই অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শঙ্কর দলুই। শুধু তাই নয় দেবেরও ভুয়সী প্রশংসা করলেন প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুন: দেবের নাম করে কাটমানি তোলে তৃণমূল, দাদাকে বদনাম করা হচ্ছে, দাবি সাংসদের ভাইয়ের

অডিয়ো ক্লিপ ( সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) প্রকাশ্যে আসার পরেই দেব বিতর্কে না গিয়ে শঙ্করকে নিয়ে প্রশংসার মন্তব্য করেন। এই বিষয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল দেব বলেছিলেন, ‘‌বাংলার মানুষের জানা উচিত শঙ্কর দলুই কে। ওঁর হাত ধরে আমি রাজনীতি শিখেছি। উনি আমার রাজনীতির গুরু। ওঁর হাত ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি।’‌ আর এবার ঠিক একইভাবে শঙ্কর দলুইয়ের মুখে দেবের ভুয়সী প্রশংসার কথা শোনা গেল দেবের। তিনি জানিয়েছেন, দেবের সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। ওই অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর তাঁর নয়। প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর নকল করা হয়েছে। এই অডিয়োটি সত্যি নয়। শুধু তাই নয়, দেবের কাজ নিয়েও প্রশংসা করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। তিনি বলেছেন, সাংসদ হিসেবে দেব সব সময় মানুষের পাশে থেকেছেন। বন্যার সময় দেব আসেন। শুধু একবার নয় প্রতিটা বন্যার সময়ে তিনি এলাকায় এসেছেন। মানুষের খোঁজখবর নিয়েছেন। এ নিয়ে বিরোধীরা তাঁর সম্পর্কে যে অভিযোগ করে তা ঠিক নয়।

শঙ্কর দলুই আরও বলেছেন, তিনি বিধায়ক থাকার সময় যে সমস্ত কাজ শুরু করেছিলেন সেই সমস্ত কাজে সাংসদ হিসেবে হাত লাগিয়েছেন দেব। আরও একধাপ এগিয়ে দেবের প্রশংসা করে তিনি বলেন, তিনি শুধু অভিনেতা দেবের ভক্ত নন, সাংসদ হিসেবেও দেশের গর্ব হলেন দেব।

যদিও অডিয়ো ক্লিপ প্রসঙ্গে এখনও পর্যন্ত দলের তরফ থেকে শঙ্কর দলুই কোনও বার্তা পাননি বলেই জানিয়েছেন। তাঁর দাবি, এটা নকল অডিয়ো ক্লিপ। তবে জানা যাচ্ছে বিতর্ক শুরু হওয়ার পরেই দেবের সঙ্গে বৈঠক করতে পারে দলের শীর্ষ নেতৃত্ব। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, দেব লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কি না তা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কী বক্তব্য সেটা এক বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছি। এখন এই নিয়ে কিছু বলব না।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here