Home আপডেট Dialysis unit: চুক্তি শেষ হওয়ার পরেও চলছে ডায়ালিসিস ইউনিট, লাইফলাইন দিল স্বাস্থ্যভবন

Dialysis unit: চুক্তি শেষ হওয়ার পরেও চলছে ডায়ালিসিস ইউনিট, লাইফলাইন দিল স্বাস্থ্যভবন

Dialysis unit: চুক্তি শেষ হওয়ার পরেও চলছে ডায়ালিসিস ইউনিট, লাইফলাইন দিল স্বাস্থ্যভবন

[ad_1]

সরকারি হাসপাতালে বা মেডিক্যাল কলেজগুলিতে বেসরকারি উদ্যোগে ৮৮ টি ডায়ালিসিস ইউনিট চলছে। গত পাঁচ বছর ধরে চলছে এই ইউনিটগুলি। সেগুলির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। তার মধ্যে ২৯ টি ডায়ালিসিস ইউনিটের চুক্তি পুনর্নবীকরণ করা হল। তবে বাকি ইউনিটগুলির চুক্তি এখনও পুনর্নবীকরণ হয়নি। এই অবস্থায় ওই ইউনিটগুলির ভবিষ্যৎ অনিশয়তার মুখে। 

আরও পড়ুন: ডায়ালিসিস করাতে গিয়েই এইচআইভিতে আক্রান্ত? সরকারি হাসপাতালকে ঘিরে চাপানউতোর

স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, ওই সমস্ত ডায়ালিসিস ইউনিটগুলির মেয়াদ ৩১ ডিসেম্বর বা তারও আগে শেষ হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেক ডায়ালিসিস ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে দ্রুত তাদের ভাড়া এবং বকেয়া বিল মিটিয়ে দিতে বলা হয়েছে। যে ডায়ালিসিস ইউনিটগুলির চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে তার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ । তবে এনআরএস, এসএসকেএমে হাসপাতালের উদ্যোগে ডায়ালিসিস পরিচালিত হয়। যাদের চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে তারা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দরিদ্র রোগীদের সুবিধার্থে আরও ২৪টি হাসপাতালে পিপিপি মডেলে ডায়ালিসি পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নতুন ২৪টির বেশিরভাগই মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা সব সরকারি হাসপাতালে ছড়িয়ে দিতেই এই পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বিধাননগর হাসপাতালে মিলবে এই পরিষেবা। আর ২৩টি জায়গায় বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হবে। সবগুলিই হবে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ। বিনামূল্যে ডায়ালিসিস চালু হবে কালনা থেকে শুরু করে ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, বড়জোড়া, কাকদ্বীপ, তেহট্ট, কান্দি এবং নয়াগ্রাম হাসপাতালে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে—জঙ্গিপুর, ডোমকল, কান্দি এবং নয়াগ্রাম খুব কাছাকাছি। চলতি বছরের মধ্যেই এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্যদফতরের। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিল স্বাস্থ্য দফতর । এবার তা বাস্তবায়িত হতে চলেছে বলে খবর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here