Home আপডেট Dilip Ghosh Vs Mamata: জোটসঙ্গী মমতার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কী রকম গণতন্ত্র আছে: দিলীপ ঘোষ

Dilip Ghosh Vs Mamata: জোটসঙ্গী মমতার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কী রকম গণতন্ত্র আছে: দিলীপ ঘোষ

Dilip Ghosh Vs Mamata: জোটসঙ্গী মমতার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কী রকম গণতন্ত্র আছে: দিলীপ ঘোষ

[ad_1]

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে প্রবেশের আগে তাঁর অনুমতি নেননি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, জোটসঙ্গী তাঁর রাজ্যে ঢুকতে পারছে না। তাহলে কী রকম গণতন্ত্র আছে।

এদিন দিলীপবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে। তিনি বলেছেন, আমাদের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, জোটসঙ্গী তাঁর রাজ্যে ঢুকতে পারছে না। তাহলে কী রকম গণতন্ত্র আছে। অনুমতি নিতে হবে কেন? কেউ যদি যাত্রা করে, করতেই পরে। গোটা দেশ জুড়ে তুলকালাম হচ্ছে। এত খবর হচ্ছে, আপনারা জানেন আসবে। কাউকে যাত্রা করতে দেবেন না, সভা করতে দেবেন না… কংগ্রেসও দেখে নিক কী গণতন্ত্র এখানে রয়েছে। কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে’।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনে জোটের সম্ভাবনা খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘না, আমার কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়ব’।

অভিমান করে মমতা বলেন, ‘আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং’।

লোকসভা ভোটের আগে জোটের সম্ভাবনা খারিজ করে মমতা বলেন, ‘জোটটা কারও একার নয়। রিজিওনাল পার্টিরা আমরা এক থাকব। আমরা তো বলেছি ৩০০ সিটে (কংগ্রেস) একা লড়াই করুক। রিজিওনাল পার্টি বাদবাকি সিটে লড়াই করবে। সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে, তাহলে আমরা বুঝব অন্যরকম’।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here