Home আপডেট Nishith Pramanik: লোকসভা ভোটের আগে বড় স্বস্তি নিশীথের, আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট

Nishith Pramanik: লোকসভা ভোটের আগে বড় স্বস্তি নিশীথের, আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট

Nishith Pramanik: লোকসভা ভোটের আগে বড় স্বস্তি নিশীথের, আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট

[ad_1]

দিনহাটায় গুলিচালনার ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আগাম জামিন পেলেন বিজেপি সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে নিম্ন আদালতের সামনে নিশীথকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

২০১৮ সালে দিনহাটায় এক যুবককে লক্ষ্য করে গুলি চলে। অভিযোগ ওঠে সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা নিশীথ অধিকারী নিজে। সেই মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওদিকে আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টে যান নিশীথ। সর্বোচ্চ আদালত নিশীথকে রক্ষাকবচ দিয়ে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায়।

বৃহস্পতিবারের শুনানিতে নিশীথের হয়ে সওয়াল করেন আইনজীবী বাঁশুরি স্বরাজ। আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি যে এই মামলা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। আমরা সাক্ষীদের বিশ্লেষণ করে ও সমস্ত তথ্যপ্রমাণ দিয়ে তা প্রমাণ করে দিয়েছি। তাই আদালত আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।

গত ১২ জানুয়ারি নিশীথের আবেদনের শুনানি করে মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রক্ষাকবচ দিয়ে সর্বোচ্চ আদালত বলে, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ায় লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক বড় স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে। এর ফলে লোকসভা নির্বাচনে তিনি পুরো দমে ঝাঁপাতে পারবেন বলে মনে করা হচ্ছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here