Home বিনোদন করোনা টিকার  দু’টি ডোজ নিয়েও আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী

করোনা টিকার  দু’টি ডোজ নিয়েও আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী

করোনা টিকার  দু’টি ডোজ নিয়েও আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী

করোনার  দ্বিতীয় ঢেউয়ে একের পর এক টলি তারকার আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার কোভিড  পজিটিভ পরিচালক হরনাথ চক্রবর্তী । হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। শোনা গিয়েছে, করোনা টিকার  দু’টি ডোজই নিয়েছিলেন পরিচালক। তারপরও আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তাঁর জ্বর থাকলেও, আপাতত শ্বাসকষ্ট নেই।

পরিচালক অঞ্জন চৌধুরীর সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন হরনাথ চক্রবর্তী। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘মঙ্গলদীপ’ ছবিতে। তারপর একে একে ‘নবাব’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘বিদ্রোহ’, ‘নবাব নন্দিনী’, ‘বাজিমাত’-এর মতো সিনেমা তৈরি করেছিলেন। ২০০২ সালে রেকর্ড ব্যবসা করেছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’। এই সিনেমার মাধ্যমেই টলিউডে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা জিৎ ।

কোভিড পরিস্থিতির এই দ্বিতীয় পর্বে স্টুডিওপাড়ার অনেক তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় । শনিবার তাঁকে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর ফের উডল্যান্ড হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। অভিনেত্রীর অক্সিজেন লেভেল এখনও কম বলেই জানা গিয়েছে। সামান্য কিডনির সমস্যাও রয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রসূন মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।