Home আপডেট প্রধানমন্ত্রী তহবিলে নয়, কোভিড সঙ্কট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ভারতকে ১১০ কোটি টাকা দান করল টুইটার

প্রধানমন্ত্রী তহবিলে নয়, কোভিড সঙ্কট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ভারতকে ১১০ কোটি টাকা দান করল টুইটার

প্রধানমন্ত্রী তহবিলে নয়, কোভিড সঙ্কট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে  ভারতকে ১১০ কোটি টাকা দান করল টুইটার

কোভিড সঙ্কট থেকে ভারতকে বার করে আনতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ বার ১ কোটি ৫০ লক্ষ ডলার দান করল মাইক্রোব্লগিং সাইট টুইটার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১০ কোটি টাকা। তবে কেন্দ্রীয় সরকারের তহবিলে নয় বা প্রধানমন্ত্রী ত্রান তহবিলে নয়, বরং স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-কে ওই টাকা ভাগ করে দেওয়া হয়েছে।

কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলতে, অক্সিজেনের জোগান বাড়াতে এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিইকিট-সহ প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দিতে এই টাকা দান বলে টুইটার কতৃপক্ষ জানিয়েছেন।