Home শিক্ষা ও কেরিয়ার স্কুল ভিত্তিক পরিবেশ সম্পর্কিত ক্যুইজ প্রতিযোগিতায় জয়ী ডিপিএস রুবি পার্ক

স্কুল ভিত্তিক পরিবেশ সম্পর্কিত ক্যুইজ প্রতিযোগিতায় জয়ী ডিপিএস রুবি পার্ক

স্কুল ভিত্তিক পরিবেশ সম্পর্কিত ক্যুইজ প্রতিযোগিতায় জয়ী ডিপিএস রুবি পার্ক

সম্প্রতি কলকাতার আনন্দপুরের দ্যা হেরিটেজ স্কুলে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস, ইন্টারেক্ট ক্লাব অফ অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং সেভাস ম্যাগাজিনের সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্কুল ভিত্তিক পরিবেশ সম্পর্কিত ক্যুইজ প্রতিযোগিতার । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর
কলকাতা রাউন্ডে স্কুল-বিভাগে জয় কার্যত ছিনিয়ে নিল

∆ ডিপিএস রুবি পার্ক,

∆ দ্বিতীয় স্থান দ্যা হেরিটেজ স্কুল,

∆ তৃতীয় স্থান অধিকার করেছে যুগ্মভাবে এমপি বিড়লা এবং বিড়লা হাই স্কুল।

—– এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী মেঘনা হালদার, রোটারি ডিজি আরটিএন মুুকুল সিনহা, আরটিএন শরদ খাটোর (প্রেসিডেন্ট -রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস) এবং আই পি ডিজি ব্রজগোপাল কুন্ডু সহ অন্যান্য বিশিষ্টজনরা। ২০১৮ তে এই পরিবেশ সংক্রান্ত ক্যুইজ তার ৪র্থ বর্ষ সম্পন্ন করল। এবছর পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের ৪১টি প্রসিদ্ধ স্কুলের ১২৩জন ছাত্রছাত্রী।

অভিনেত্রী মেঘনা হালদার জানান ” এটা খুব ভালো উদ্যোগ। আজকাল শিক্ষকদের সাপোর্টের ফলে বাচ্চারা যথেষ্ট ট্যালেন্টেড হচ্ছে। ওদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ছে।এই বার্ষিক ক্যুইজ প্রতিযোগিতা ভারতের ৪০টি শহরে অনুষ্ঠিত হয়েছে। ৮ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফাইনালে কলকাতাকে প্রতিনিধিত্ব করবে ডিপিএস রুবি পার্ক।”