Home আপডেট Durga Puja 2023: পুজোর পরে ১৫ দিনের মধ্যে পার্কগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ KMC–র

Durga Puja 2023: পুজোর পরে ১৫ দিনের মধ্যে পার্কগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ KMC–র

Durga Puja 2023: পুজোর পরে ১৫ দিনের মধ্যে পার্কগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ KMC–র

[ad_1]

পুজোর পরে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যায় পার্কগুলি। এই অবস্থায় যে সমস্ত পুজোয় পার্ক ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত উদ্যোক্তাদের পুজোর ১৫ দিনের মধ্যে পার্কগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। ৫ দিনের উৎসব শেষ হওয়ার পরে পুরসভা পার্কগুলির অবস্থার উপর নজর রাখবে এবং সেগুলি পরিষ্কারের সময়সীমা সম্পর্কে আয়োজকদের মনে করিয়ে দেবে। সেক্ষেত্রে পার্ক আগের অবস্থায় ফেরানো না হলে পুজোর আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোয় জমজমাট বিশ্বের অপর প্রান্ত! জয়-লোপা-ইমনের গানে মেতে উঠবেন প্রবাসীরা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাশী বোস লেন দুর্গা পুজোর আয়োজক কমিটি পুরসভাকে প্রতিশ্রুতি দিয়েছে তারা দশমীর দুই সপ্তাহের মধ্যে সুধীর মুখার্জি পার্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। এই প্রথমবারের মতো পুরসভার পার্ক বিভাগ কোনও দুর্গা পুজো কমিটির কাছ থেকে এরকম প্রতিশ্রুতি পেয়েছে। এই পুজোর জন্য পুরসভার কাছে অনুমতি চেয়েছিল এই পুজো কমিটি। তবে তারা পার্কটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ার পরেই অবশেষে তাদের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানান পুরসভার পার্ক বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার।

সুধীর মুখার্জি পার্ক ছাড়াও, যেসমস্ত পুজো উদ্যোক্তারা শহরের অন্যান্য পার্ক দখল করেছে পুরসভা সেই সমস্ত পুজো আয়োজকদের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।জানা গিয়েছে, উত্তরে কুমোরটুলি, জগৎ মুখোপাধ্যায়, যতীন মৈত্র এবং দক্ষিণে পার্ক সার্কাস ময়দান, দেশপ্রিয় পার্ক, ট্রাই অ্যাঙ্গুলার পার্কে হওয়া পুজোগুলিকেও এই।নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। সেগুলির ওপর পুরসভার তরফে নজর রাখা হচ্ছে। আয়োজকরা যাতে পুজো শেষ হওয়ার পরেই আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেয়। সেবিষয়েও নজর রাখা হবে বলে মেয়র পারিষদ জানিয়েছেন। 

আধিকারিকদের মতে, পুরসভা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ক্লাবগুলিকে পার্কগুলি পুনরুদ্ধার করার জন্য সময় দেবে। তারপরেও না করলে সেক্ষেত্রে পুরসভা নিজেই এই কাজ পুনরুদ্ধার শুরু করবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পার্কগুলি পুনরুদ্ধার করতে ব্যর্থ হলে পুজোর আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ক্ষেত্রেই পার্ক মেলার জন্য ব্যবহার করা হবে। তা নিয়ে উদ্বিগ্ন পুরসভা।এদিকে, পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য তৎপর পুলিশ। কিছু রাস্তা দর্শণার্থীদের জন্য একমুখী করা হচ্ছে। এমনকী অন্য প্রান্ত থেকে প্রবেশের সুযোগ থাকছে না। তাছাড়া বেআইনি পার্কিং নিয়েও তৎপর কলকাতা পুলিশ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here