Home আপডেট Road tax: কর না মিটিয়েই চলছে অনেক নায়ক–নায়িকা, শিল্পপতিদের দামি গাড়ি, বকেয়া ৭০ কোটি

Road tax: কর না মিটিয়েই চলছে অনেক নায়ক–নায়িকা, শিল্পপতিদের দামি গাড়ি, বকেয়া ৭০ কোটি

Road tax: কর না মিটিয়েই চলছে অনেক নায়ক–নায়িকা, শিল্পপতিদের দামি গাড়ি, বকেয়া ৭০ কোটি

[ad_1]

কারও রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আবার কারও মার্সিডিজ, পোর্শা, অডি, ল্যান্ড রোভার, জাগুয়ার মতো দামি গাড়ি রয়েছে। এই গাড়ির মালিকের অনেকেই রয়েছেন শিল্পপতি, কেউ আবার কোটিপতি নামকরা নায়ক নায়িকা, আবার কেউ রয়েছেন চিকিৎসক বা আইনজীবী। অথচ দিনের পর দিন কর ফাঁকি দিয়েই চলছে তাঁদের গাড়ি। পরিবহণ দফতরের একটি গোপন রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তা দেখে কার্যতর চক্ষু চড়কগাছ আধিকারিকদের। রিপোর্ট অনুযায়ী, ৬০ লক্ষ টাকা থেকে ১ কোটি পনেরো লক্ষ টাকা দামের এরকম ১৯৩১টি ভিআইপি গাড়ি রয়েছে যেগুলির দীর্ঘদিন ধরেই কর না মিটিয়ে রাস্তায় চালাচ্ছেন মালিকরা। এই অবস্থায় কর আদায় করতে তৎপর হয়েছে পরিবহণ দফতর। প্রয়োজন হলে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পারে পরিবহণ দফতর।

আরও পড়ুন: পলিউশন সার্টিফিকেট পেতে কী করতে হবে?‌ বড় সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাড়িগুলির বকেয়া কর ৭০ কোটি টাকার বেশি। তা সত্ত্বেও কর খেলাপি গাড়িগুলি শহরের রাস্তায় নির্দিধায় চলছে. ইতিমধ্যেই এ নিয়ে অভিযানে নেমেছে পরিবহণ দফতরের মোটর ভেহিকেল ইনসপেক্টররা (এমভিআই)। তারা রাস্তাতেই ট্যাক্সের জন্য আবেদন জানাচ্ছেন। এমনকী গাড়িগুলি আটক পর্যন্ত করা হচ্ছে । কিন্তু তারপরও গাড়ি ছড়ানোর কোনও প্রবণতা দেখা যাচ্ছে না গাড়ির মালিকদের মধ্যে। যারফলে দিনের পর দিন গাড়িগুলি পড়ে থাকছে পরিবহণ দফতরের অফিসে। 

জানা গিয়েছে, টলিউডের এক নায়িকার গাড়িও প্রায় এক মাস ধরে পড়ে রয়েছে। সেক্ষেত্রে প্রায় ১২ লাখ টাকা কর বকেয়া রয়েছে ওই অভিনেত্রীর। একমাস ধরে গাড়িটি পড়ে রয়েছে। কিন্তু, তিনি কর মেটাচ্ছেন না। সম্প্রতি নবান্ন এনিয়ে রিপোর্ট তলব করে জানতে পারে এই সমস্ত গাড়িগুলি পারি ৫ বছর কর না মিটিয়েও রাস্তায় চলছিল। এপ্রসঙ্গে পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, সাধারণ গাড়ির মালিকদের ক্ষেত্রে কর মেটানোর প্রবণতা থাকলেও দামি গাড়ির মালিকদের  সেই প্রবণতা দেখা যায় না। আবার পুলিশ বা মোটর ভেহিকেল ইন্সপেক্টররা এই গাড়িগুলি ধরতে ইতস্তত বোধ করেন। ফলে নির্দিধায় এই সমস্ত গাড়িগুলিএ মালিকরা কর না মিটিয়ে রাস্তায় বছরের পর বছর চলছে।  

দফতরের তরফে তাদের নোটিশও দেওয়া হচ্ছে। তাও টনক নড়ছে না । তবে এবার তিন বার নোটিস দেওয়ার পর কর জমা না পড়লে কড়া পদক্ষেপ করতে পারে দফতর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইনের মাধ্যমে সেক্ষেত্রে সরকার বকেয়া আদায় করবে বলে জানা গিয়েছে। এমনকী, প্রয়োজনে আগামী দিনে দামী গাড়ি কেনার সময় বাধ্যতামূলকভাবে ১৫ বছরের কর অগ্রিম নেওয়ার পরিকল্পনা সরকারের। যদিও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান ওই সমস্ত গাড়ির মালিকদের কর মিটিয়ে দেওয়ার জন্য আবেদন করা হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here