Home ভুঁড়িভোজ Durga Puja Recipe Contest: কমলা লেবুর পোলাও

Durga Puja Recipe Contest: কমলা লেবুর পোলাও

Durga Puja Recipe Contest: কমলা লেবুর পোলাও

[ad_1]

পুজোর রেসিপি কনটেস্টে আমাদের পাঠক লিপিকা রায় পাঠিয়েছেন এই রেসিপিটি ৷ যার নাম কমলা লেবুর পোলাও ৷ আপনিও ট্রাই করতে পারেন —

কী কী লাগবে: বাসমতি চাল – দেড় কাপ | কমলা লেবু – ১ | কিশমিশ – ১২টি | কাজু, আখরোট, পেস্তা – কয়েকটি | ঘি – পরিমাণ মতো | দুধ- ১/৪ কাপ| চিনি- ৬ টি স্পুন | গুড় দুধ – ৩ টি স্পুন | কেওড়ার জল – ১/৪ টি স্পুন | কমলা ফুড কালার – ১/৪ টি স্পুন

কীভাবে রান্না করবেন: প্রথমে গরম জলে কমলা ফুড কলার দিন। এরপর তাতে বাসমতি চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। এবার একটি কমলা লেবুর খোসাকে যেস্ট করুন আর কমলা লেবু কেটে নিন, বিচি জেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কড়াই তে ঘি গরম করে তাতে কয়েকটি এলাচ, লবঙ্গ দিন। গন্ধ বেরল কুচি করে কাটা কমলা লেবু দিন, সঙ্গে চিনি দিয়ে দিন। ভাল করে নাড়ার পর লেবুর যেস্ট, কিশমিশ দিন। এবার ভাত দিয়ে হালকা হাতে নেরে দিন, খেয়াল রাখবেন যেন চাল ভেঙে না যায়। ৩ মিনিট নাড়াচাড়ার পরে তাতে দুধ আর গুড় দুধ দিন। আবার নারাছারা করে তাতে কাজু, আখরোট দিন। এরপর কেওড়ার জল দিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে পাকতে দিন। ভাত হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ।

Tags: Durga Puja 2019, Kolkata, Puja, Puja Recipe Contest 2019

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here