Home আপডেট জাভায় জোরাল ভুমিকম্প , প্রাণহানির খবর নেই

জাভায় জোরাল ভুমিকম্প , প্রাণহানির খবর নেই

জাভায় জোরাল ভুমিকম্প , প্রাণহানির খবর নেই
Residents walk amid debris in Perumnas Balaroa village in Palu, Indonesia's Central Sulawesi on October 2, 2018, after an earthquake and tsunami hit the area on September 28. The bodies of dozens of students have been pulled from their landslide-swamped church in Sulawesi, officials said on October 2, as an international effort to help nearly 200,000 Indonesia quake-tsunami victims ground into gear. / AFP PHOTO / Mohd RASFAN

মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, সমন্বয়িত ইউনিভার্সাল টাইম অনুযায়ী, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধে ৬.১২ মিনিটে (স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি, রাত ১টা ১২ মিনিট)-এ ইন্দোনেশিয়ার জাভা উপকূলের কাছে জোরালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.২ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে।

এদিনের ভূমিকম্পের গভীরতা ছিল ৫৯২ কিলোমিটার (৩৬৭ মাইল)। উত্‍‌সস্থল– ইন্দোনেশিয়ার বাংকালন থেকে ১১৫.৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং প্যাকিরানের ১২০.৮ কিলোমিটার (৭৪.৯ মাইল) উত্তরপূর্বে। ভূমিকম্পের উত্‍‌‍সস্থলের ১০০ কিলোমিটার (৬২ মাইল) অঞ্চলের মধ্যে ৩ লক্ষ ১০ হাজার মানুষের বাস। তবে, কোনও প্রাণহানির খবর নেই। ক্ষয়ক্ষতিও জানা যায়নি।

ভূমিকম্পের পরপরই আর্থিক ক্ষতির আশঙ্কায় সবুজ সতর্কতা জারি করেছে মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে। তবে, সুনামির আশঙ্কা নেই।

গত বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পর্বাঞ্চলের প্রদেশ মালুকুতে ভূমিকম্পের ধাক্কায় কমপক্ষে ২০ জন মারা যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫।