Home খেলাধুলো ইসিবি- র নতুন সংস্করণ আবিষ্কার “১০০ বলের ক্রিকেট”

ইসিবি- র নতুন সংস্করণ আবিষ্কার “১০০ বলের ক্রিকেট”

ইসিবি- র নতুন সংস্করণ আবিষ্কার “১০০ বলের ক্রিকেট”
স্পোর্টস ডেস্ক~ ২০০৩ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম আমদানি হয়েছিল টি-২০ ফরম্যাটের। আরও একটি নতুন সংস্করণ আবিষ্কার করতে চলেছে ইসিবি। ১০০ বলের ক্রিকেট।

ইংল্যান্ডের শহরগুলিকে নিয়ে আইপিএলের ধাঁচেই এই নতুন টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একশো বলের ফরম্যাটের প্রস্তাবটি ইতিমধ্যে বিভিন্ন কাউন্টি এবং এমসিসির কাছে পাঠিয়ে দিয়েছে তারা।

মহিলা এবং পুরুষদের জন্য দুটো আলাদা টুর্নামেন্ট হবে বলে জানা হয়েছে। প্রথম ১৫টি ছ’বলের ওভারের পরে ১৬ তম ওভারটি দশ বলের ওভার হবে। পাঁচ সপ্তাহ ধরে আট দলের এই টুর্নামেন্ট চলবে বলা জানানো হয়েছে। টুর্নামেন্টে লন্ডনের দু’টি দল ছাড়াও থাকবে সাউদাম্পটন, বার্মিংহাম, লিডস, ম্যাঞ্চেস্টার, নটিংহ্যাম, এবং কার্ডিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here