Home আপডেট তল্লাশি চলাকালীন শহীদ জওয়ানকে লক্ষ্য করে গুলি, কাকভোর থেকে সেনা-জঙ্গি লড়াই পুলওয়ামায়

তল্লাশি চলাকালীন শহীদ জওয়ানকে লক্ষ্য করে গুলি, কাকভোর থেকে সেনা-জঙ্গি লড়াই পুলওয়ামায়

তল্লাশি চলাকালীন শহীদ জওয়ানকে লক্ষ্য করে গুলি, কাকভোর থেকে সেনা-জঙ্গি লড়াই পুলওয়ামায়

ড্রোন হামলার পর ঘাঁটি গেড়ে বসে রয়েছে জঙ্গিরা।  খবর পাওয়া মাত্রই কাশ্মীরের পুলওয়ামায় তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি চলাকালীন সেনা জওয়ানদের লক্ষ্য করে প্রথম গুলি চালায় জঙ্গিরা । ঘটনায় শহীদ এক জওয়ান। তারপর পাল্টা গুলি চালায় সেনাও। শুক্রবার  কাকভোর থেকেই পুলওয়ামায় চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই।

কাশ্মীর জোনাল পুলিসের  এক আধিকারিকের কথায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হানজান নামের একটি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। আর তার ভিত্তিতেই আজ তল্লাশি অভিযান চালানো হয়। গ্রামের ভিতরে লুকিয়ে থাকা জঙ্গিরা তল্লাশি অভিযান চলাকালীনই সেনার উপর গুলি চালাতে শুরু করে। তারপরই সেনা এবং পুলিশের যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। গোটা গ্রাম ঘিরে ফেলা হয় সেনা বাহিনীর তরফে। এনকাউন্টার চলছে। জঙ্গিদলের ৩ থেকে ৪ জনকে ফাঁদে ফেলা সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন জঙ্গি গ্রামের মধ্যে লুকিয়ে রয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার লাজিবাল এলাকায় হামলা চালায় জঙ্গিরা। ওই হামলার এক পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, গতকাল রাতে অনন্তনাগ জেলার লাজিবাল এলাকায় পুলিশের ওপর আচমকাই গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশকর্মী। প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই পাক উস্কানিতে ফের উত্তপ্ত উপত্যকা। প্রথমে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন দিয়ে বিস্ফোরক হামলা চালায় জঙ্গিরা। হত্যা করা হয় এক প্রাক্তন পুলিস অফিসার, তাঁর স্ত্রী ও মেয়েকে। এরপর একাধিকবার জম্মু-কাশ্মীরের আকাশে উড়তে দেখা যায় সন্দেহভাজন ড্রোন। আজও আর্নিয়া স্টেশনে উড়েছে পাক ড্রোন। এরপর পুলওয়ামায় শুরু হয়েছে এনকাউন্টার।