Home আপডেট Viral Video: মধ্যপ্রদেশে টিকা নিতে ভীড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনায় উঠছে প্রশ্ন

Viral Video: মধ্যপ্রদেশে টিকা নিতে ভীড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনায় উঠছে প্রশ্ন

Viral Video: মধ্যপ্রদেশে টিকা নিতে ভীড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনায় উঠছে প্রশ্ন

কোভিডরোধী টিকার অভাবের অভিযোগ উঠেছে দেশের অনেক রাজ্য থেকেই। টিকা নিতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন বা হুড়োহুড়ির ছবি কমবেশি সর্বত্রই দেখা গিয়েছে।

কিন্তু বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় যা ঘটেছে, তা বোধহয় ছাপিয়ে গিয়েছে আগের সব ঘটনাকে। ঘটনার ভিডিও দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে নেটিজেনরা। পরিস্থিতি এমনই হয়েছিল যে টিকাকরণের সংশ্লিষ্ট কেন্দ্রে পদপিষ্টের ঘটনাও ঘটতে পারত। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টিকাকেন্দ্রে ঢোকার জন্য শাটার তোলা হচ্ছে। তা অর্ধেক খুলতেই হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছেন শতাধিক মানুষ। কমবয়সি, বয়স্ক, নারী-পুরুষ সকলেই রয়েছেন সেই ভিড়ে…

হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে তৈরি হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি। মাটিতে এক জনের ওপরে পড়ে যাচ্ছেন অন্য জন। তাঁদের উপর দিয়েই চলে যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। সবার লক্ষ্য ঘরে ঢুকে চেয়ার দখল করে বসার। তবে সাংঘাতিক কিছু ঘটার আগেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গত ২১ জুন এক দিনে ১৭ লক্ষেরও বেশি টিকা দিয়ে রেকর্ড করেছিল এই রাজ্য। কিন্তু তার পর থেকে রোজ সেখানে টিকাকরণ হচ্ছে অনেকটাই কম। শংসাপত্র পেয়েও টিকা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে। ফলে মধ্যপ্রদেশে টিকাকরণ কী রকম গতিতে চলছে, এখনও তার স্পষ্ট কোনো ধারণা তৈরি হচ্ছে না।