Home আপডেট অবসর নিচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র? ৬ মাসের মেয়াদ শেষে দাঁড়াবেন না নির্বাচনে

অবসর নিচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র? ৬ মাসের মেয়াদ শেষে দাঁড়াবেন না নির্বাচনে

অবসর নিচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র? ৬ মাসের মেয়াদ শেষে দাঁড়াবেন না নির্বাচনে

রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র । আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। অর্থমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হলেই সরে দাঁড়াবেন। এমনটাই খবর তৃণমূল সূত্রের।

তিনি এ মুহূর্তে বিধায়ক নন। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী। শপথ নেওয়ার ছ’মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা। তবে তৃণমূল সূত্রে খবর, আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। ছ’মাসের মেয়াদ শেষ হলেই অবসর নেবেন অর্থমন্ত্রীর পদ থেকে।

হিসাব মতো নভেম্বরের আগে কোনো একটি কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে। কিন্তু সূত্রের খবর, শারীরিক কারণে ১০ বছরের ইনিংস শেষ করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকী এই অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি। বয়স এবং স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। আর এই সিদ্ধান্ত আচমকা নেওয়া নয়। এ বারের বিধানসভা ভোটের আগেই ভোটে না দাঁড়ানোর কথা তিনি দলনেত্রীকে জানান। যে কারণে খড়দহ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করে কাজল সিনহা। দুর্ভাগ্যক্রমে ফলপ্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়। ফলে ওই কেন্দ্রটি বর্তমানে বিধায়কশূন্য হয়ে পড়ে রয়েছে। ধারণা করা হয়েছিল, ওই কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন অমিতবাবু। তবে সেই সম্ভাবনা নেই বলেই শোনা যাচ্ছে।

ভোটের আগে প্রার্থী না হওয়ার মনস্থির করলেও অর্থমন্ত্রী হওয়ার অনুরোধে সাড়া দিয়েছিলেন অমিতবাবু। সূত্রটি বলছে, মন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর বিদেশে কন্যার কাছে গিয়ে কিছু দিন থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনটাও শোনা যাচ্ছে মন্ত্রী না থাকলেও অর্থ দফতরের উপদেষ্টা পদে রাখা হতে পারে তাঁকে। কিন্তু তিনি না থাকলে কে হবেন অর্থমন্ত্রী? তা নিয়েই এখন জোর জল্পনা শাসকদলের অন্দরে। আবার এটাও হতে পারে, অমিতবাবু অবসর নিলে অর্থ দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মমতাকেও নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। কারণ, তিনিও বিধায়ক নন। সব মিলিয়ে এই আপাত জটিল পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে নবান্ন।