Home আপডেট গুজরাতের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১৮

গুজরাতের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১৮

গুজরাতের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১৮

ফের কোভিড হাসপাতালে ভয়াবহ আগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। শুক্রবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে গুজরাটের ভারুচের একটি কোভিড হাসপাতালে।

ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্রাসীন চূড়াসামা জানিয়েছেন, ভারুচ-জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত ওই হাসপাতালটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত। শুক্রবার রাত একটা নাগাদ আচমকাই আগুন লাগে। সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৭০ জনেরও বেশি রোগী। তার মধ্যে ৫০ জন রোগীকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধার কাজে হাসপাতালের কর্মীরা ছাড়াও স্থানীয় ও দমকল কর্মীরাও হাত লাগান।

প্রাথমিকভাবে সংবাদ সংস্থা এএনআইতে ভাইরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিহ ছুদাসামা বলেন, ‘কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। সকালেই প্রকৃত সংখ্যাটা বলতে পারব।’ সেইসঙ্গে তাঁর আশঙ্কা ছিল যে মৃতের সংখ্যা অবশ্য আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল।’

গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সেই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। দিনকয়েক আগেই সুরাতের একটি করোনা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছিল। আধিকারিকরা দাবি করেছিলেন, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে চারজনের মৃত্যু হয়।