Home আপডেট দৈনিক সংক্রমণে ভয়াবহ রেকর্ড, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ

দৈনিক সংক্রমণে ভয়াবহ রেকর্ড, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ

দৈনিক সংক্রমণে ভয়াবহ রেকর্ড, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। এদিকে দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের।

রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই রাজ্য়ে দৈনিক আক্রান্তে সংখ্যা ৬২,৯১৯ জন। এর পরেই রয়েছে কর্ণাটক। সেখানে দৈনিক আক্রমণের সংখ্যা ৪৮,২৯৬ জন। কেরলে ৩৭,১৯৯ জন। মহারাষ্ট্রের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮২৮ জনের, দিল্লিতে ৩৭৫ জনের, এবং উত্তরপ্রদেশে ৩৩২ জনের।

সংক্রমণের শৃখঙ্খল ভাঙতে ভারতে আগামী কয়েক সপ্তাহ ধরে পূর্ণ ও কঠোর লকডাউন অবিলম্বে জারি হওয়া উচিত বলে  জানিয়েছেন হোয়াই হাউসের মেডিক্যাল উপদেষ্টা ডক্টর অ্যান্টনি এস ফাউসি।