Home আপডেট Firhad Hakim: ‘এবার ছোটা শুরু করুন’ অবৈধ নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়ারদের কড়া হওয়ার বার্তা মেয়রের

Firhad Hakim: ‘এবার ছোটা শুরু করুন’ অবৈধ নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়ারদের কড়া হওয়ার বার্তা মেয়রের

Firhad Hakim: ‘এবার ছোটা শুরু করুন’ অবৈধ নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়ারদের কড়া হওয়ার বার্তা মেয়রের

[ad_1]

বেআইনি নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়ারদের আরও কঠোর পদক্ষেপ করতে বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার ১৪৪টি ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কলকাতার মেয়র। সেখানে তিনি বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে বলেছেন। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারদের কার্যত ধমক দিয়েছেন ফিরহাদ হাকিম। সেক্ষেত্রে তাঁর হুঁশিয়ারি, এবার থেকে আর শোকজ নয়, বেআইনি নির্মাণ দেখলেই সে ক্ষেত্রে সরাসরি দায় পড়বে ইঞ্জিনিয়ারদের উপর। আর এই অভিযোগ উঠলেই সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করা হবে। এদিনের বৈঠকে সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মেয়র।

আরও পড়ুনঃ গার্ডেনরিচকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গ? রিপোর্ট চাইল কমিশন

এদিনের বৈঠকে ইঞ্জিনিয়াররা ছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং বিভাগের আধিকারিক এবং বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা। বেআইনি নির্মাণের ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ করতে হবে? কার্যত তার ক্লাস নিয়েছেন মেয়র। ফিরহাদের নির্দেশ, বেআইনি নির্মাণ দেখলে ছবি তুলতে হবে এবং সেই ছবি পাঠিয়ে দিতে হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে। এমনকী কোনও নেতা যদি বেআইনি নির্মাণ চেপে দিতে বলেন। তাও জানাতে হবে। কোনওভাবেই বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেয়র।

ইঞ্জিনাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনাদের ছুটি শেষ, এবার ছোটা শুরু করুন। কাল থেকেই দৌড়াতে হবে।’ মেয়রের হুঁশিয়ারি, যদি কোনও বেআইনি নির্মাণ ইঞ্জিনিয়ারদের নজরে আসে এবং তারপরও তিনি যদি পদক্ষেপ না করেন তাহলে আর শোকজ করা হবে না। একেবারে সাসপেনশন নোটিশ ধরানো হবে। শুধু তাই নয়, পরামর্শের সুরেই ইঞ্জিনিয়ারদের মেয়র জানান, পুর প্রতিনিধিরা ৫ বছর পর বদলে যায়। কিন্তু, ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে চাকরি করে থাকেন। সে ক্ষেত্রে তাদের অনৈতিক কাজে না জড়ানোর পরামর্শ দেন মেয়র।

প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনায় ইঞ্জিনিয়ারদের দায়ী করায় ক্ষুব্ধ বামেদের কর্মচারী সংগঠন। তাদের বক্তব্য, সবকিছুতেই ইঞ্জিনিয়ারদের দোষ ধরা হচ্ছে, অথচ পাড়ায় একটা অনুষ্ঠান পুরপ্রতিনিধিদের ছাড়া হয় না। তারা সবকিছুই জানেন, অথচ ইঞ্জিনিয়ারদের ঘাড়েই সবকিছুর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। সংগঠনের পালটা হুঁশিয়ারি, মেয়র সাসপেন্ড করতেই পারেন। তবে ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করা হলে তারা হাটে হাঁড়ি ভাঙবেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here